গত অক্টোবর মাসে চীনে Vivo X200 সিরিজ লঞ্চ হয়ে গেছে এবং এবার এটি ভারতের বাজারে আসতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে Vivo X200 Series লঞ্চ সম্পর্কে টিজ করা হয়েছে এবং এই মাসেই অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসে এই সিরিজ পেশ করা হবে। এই সিরিজের অধীনে Vivo X200 এবং Vivo X200 Pro স্মার্টফোন ভারতে সেল করা হবে। এই সিরিজের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
ভারতে আসছে Vivo X200 Series
ভিভো ইন্দিয়ার ওয়েবসাইটে Vivo X200 Series এর প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে আপাতত লঞ্চ ডেট ঘোষণা করা না হলেও এই পেজে ‘কামিং সুন’ লিখে টিজ করা হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মাসেই Vivo X200 এবং Vivo X200 Pro ফোনদুটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই দুটি ফোনের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনও জানা গেছে, এগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হল।
Sometimes, far isn’t far enough. Capture the what seems impossible with the vivo X200 telephoto hyperzoom.
Coming soon. https://t.co/DR7GFmYCKC#vivoX200Series #ZEISSImageGoFar pic.twitter.com/RjElq4ufKU
— vivo India (@Vivo_India) December 1, 2024
Vivo X200 Series এর ক্যামেরা
Vivo X200 Pro ফোনটি ভারতের প্রথম 200MP ZEISS APO Telephoto Camera সহ স্মার্টফোন হতে চলেছে বলে জানানো হয়েছে। এই ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের সঙ্গে 1X থেকে 20X HyperZoom এবং Macro ও Portrait লেন্স যোগ করা হবে। ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এলইডি ফ্ল্যাশ থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo X200 এবং Vivo X200 Pro উভয় ফোনে 32MP Front camera থাকবে।
Vivo X200 Series এর পারফরমেন্স
Vivo X200 এবং Vivo X200 Pro উভয় ফোনে MediaTek Dimensity 9400 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে। জানিয়ে রাখি 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরে চারটি 2.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A720 কোর, তিনটি 3.3GHz ক্লক স্পীডযুক্ত Cortex-X4 কোর এবং একটি 3.63GHz ক্লক স্পীডযুক্ত Cortex-X925 কোর থাকবে। এই শক্তিশালী চিপের সঙ্গে ফোনটিতে V3+ Imaging Chip দেওয়া হবে।
Vivo X200 Series এর ব্যাটারি
কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই দুটি ফোনেই শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে। ব্র্যান্ডের তথ্য অনুযায়ী Vivo X200 ফোনে 5,800mAh Battery যোগ করা হবে। অপরদিকে Vivo X200 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি যোগ করা হবে। বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য দুটি ফোনেই 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে এবং সিরিজের প্রো মডেলে 30W ওয়্যারলেস ফাস্ট চার্জিং টেকনোলজি থাকতে পারে।
Vivo X200 Series এর স্ক্রিন
এই সিরিজের ফোনগুলিতে Quad Curved Display দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত স্ক্রিন সাইজ জানানো হয়নি। তবে চীনে Vivo X200 5G ফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির ডিসপ্লে এবং X200 Pro ফোনে 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই দুটি ফোনেই LTPO AMOLED প্যানেল রয়েছে এবং ভারতেও এই একই প্যানেল থাকতে পারে। এই দুটি ফোনের স্ক্রিনেই 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits ব্রাইটনেস পাওয়া যায়।