Vivo চীনে তাদের আপকামিং X300 সিরিজের টিজার জারি করেছে। একইসঙ্গে এই সিরিজের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। তবে কোম্পানি আগামী 13 অক্টোবর এই সিরিজের Vivo X300 এবং Vivo X300 Pro ফোনটি চীনে লঞ্চ করতে পারে বলে জানা গেছে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের বক্তব্য অনুযায়ী বিশ্বের প্রথম Vivo X300 সিরিজে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। এই ফ্ল্যাগশিপ প্রসেসরের মাধ্যমে দুর্দান্ত পারফরমেন্স এবং পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে।

Vivo X300 ফোনটিতে 6.31 ইঞ্চির 8T LTPO BOE Q10+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি গত বছরের Vivo X200 Pro Mini ফোনের সাক্সেসার হতে পারে। এইবার কোম্পানি তাদের 6.67 ইঞ্চির ডিসপ্লে মডেল লঞ্চ করবে না বলে জানিয়েছে। অন্যদিকে Vivo X300 Pro ফোনটিতে ভ্যানিলা মডেলের থেকে বড় 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।
উভয় ফোনেই অসাধারণ ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। কারণ Vivo X300 ফোনটিতে 200MP Samsung HPB প্রাইমারি সেন্সর এবং 50MP Sony LYT-602 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে Samsung JN5 আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে Vivo X300 Pro ফোনটি 50MP Sony LYT-828 প্রাইমারি সেন্সর এবং 200MP Samsung HPB পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ লঞ্চ করা হতে পারে। এছাড়া উভয় ফোনেই 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
ফোনদুটি Android 15 এবং OriginOS 6 সহ লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী আপকামিং Vivo X300 ফোনটিতে 6,000mAh এবং X300 Pro ফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। উভয় ফোনেই 90W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
এই মাসে Oppo তাদের Find X9 সিরিজ Dimensity 9500 প্রসেসর সহ লঞ্চ করতে পারে। আগামী 20 অক্টোবর চীনে এবং 28 অক্টোবর গ্লোবাল বাজারে Oppo Find X9 সিরিজ পেশ করা হতে পারে। তাই প্রসেসরের দিক দিয়ে আসন্ন ভিভো সিরিজ আপকামিং ওপ্পো সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা প্রিমিয়াম ডিজাইন, টপ-এন্ড ক্যামেরা এবং লেটেস্ট প্রসেসর সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Vivo X300 সিরিজের ফোনগুলি দারুণ অপশন হতে পারে।
যেসব ইউজাররা 200MP ক্যামেরা এবং লেটেস্ট Dimensity 9500 প্রসেসর সহ ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Vivo X300 সিরিজের অপেক্ষা করতে পারেন। অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










