চমক দেওয়ার জন্য ভিভো নিয়ে এল Vivo X60 Pro Plus, সবচেয়ে ফাস্ট প্রসেসর ও দুর্দান্ত ক‍্যামেরার সঙ্গে ভারতে হবে সেল

চাইনিজ স্মার্টফোন কোম্পানি ভিভো আজ বিশ্বের সবচেয়ে বড় মোবাইল মার্কেট হিসেবে পরিচিত ভারতে তাদের ‘এক্স60’ সিরিজ লঞ্চ করেছে। কোম্পানি তাদের এই লেটেস্ট স্মার্টফোন সিরিজে Vivo X60, Vivo X60 Pro এবং Vivo X60 Pro Plus নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। আকর্ষণীয় লুকের পাশাপাশি এই সিরিজের তিনটি ফোনে দুর্দান্ত স্পেসিফিকেশন, অসাধারণ ক‍্যামেরা এবং শক্তিশালী ব‍্যাটারী যোগ করা হয়েছে। সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন Vivo X60 Pro Plus ফোনটি এর ফিচারের দৌলতে অ্যাপেল ও স‍্যামসাঙের বিভিন্ন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি গতকাল লঞ্চ হ‌ওয়া OnePlus 9 Pro কে টেক্কা দেবে। এই পোস্টে আমরা Vivo X60 Pro Plus এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলব। এছাড়া এই সিরিজের বাকি দুটি স্মার্টফোন Vivo X60 এবং Vivo X60 Pro এর ডিটেইলস জানতে এখানে ক্লিক করুন

ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে Vivo X60 Pro Plus ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে অত‍্যন্ত পাতলা চিন পার্ট রয়েছে। ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরাযুক্ত পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। এই ফোনের ডিসপ্লে SCHOTT Xensation® Up দিয়ে প্রোটেক্টেড এবং ব‍্যাক প‍্যানেলে Vegan leather ম‍্যাটেরিয়াল ব‍্যবহার করা হয়েছে। Vivo X60 Pro Plus এর ডায়মেনশন 158.59 × 73.35 × 9.10 এম‌এম এবং ওজন 191 গ্ৰাম।

ডিসপ্লে

কোম্পানি তাদের Vivo X60 Pro Plus এ 2376 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.56 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন যোগ করেছে। এই ডিসপ্লে এমোলেড প‍্যানেল দিয়ে তৈরি এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানারযুক্ত। 120 হার্টস রিফ্রেশরেটের সঙ্গে এই ফোনটি 240 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেট, 398 পিপিআই এবং 6000000:1 কন্ট্রাস্ট রেশিওর মতো উল্লেখযোগ্য ফিচারযুক্ত। এছাড়া এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 92.7 শতাংশ।

প্রসেসিং

Vivo X60 Pro Plus ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং ফানটাচ ওএস 11.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর (একটি 2.842 গিগাহার্টস + তিনটি 2.419 গিগাহার্টস + চারটি 1.805 গিগাহার্টস) প্রসেসরের সঙ্গে 5 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের শক্তিশালী স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 660 জিপিইউ রয়েছে।

র‍্যাম ও স্টোরেজ

ভারতে Vivo X60 Pro Plus ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটিতে 12GB LPDDR4x RAM দেওয়া হয়েছে। এতে UFS 3.1 স্টোরেজ টেকনিকযুক্ত 256 জিবি মেমরি রয়েছে।

ক‍্যামেরা

Vivo X60 Pro Plus ফোনটিতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.57 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং Vivo OIS টেকনিকযুক্ত 50 মেগাপিক্সেলের GN1 সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের Sony IMX598 সেকেন্ডারি সেন্সর আছে এবং এই সেন্সর গিম্বেল স্টেবিলাইজেশন টেকনিকযুক্ত।

Vivo X60 Pro Plus এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এফ/2.08 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/3.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সুপার ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর রয়েছে।

ব‍্যাটারী

Vivo X60 Pro Plus ফোনটিতে দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে শক্তিশালী ব‍্যাটারীও যোগ করা হয়েছে। কোম্পানি তাদের এই লেটেস্ট স্মার্টফোনে 4,200 এম‌এএইচের ব‍্যাটারী দিয়েছে। এত বড় ব‍্যাটারী তাড়াতাড়ি চার্জ করার জন্য 55 ওয়াট ফ্ল‍্যাশ চার্জ টেকনোলজি দেওয়া হয়েছে যা মাত্র কয়েক মিনিটের মধ্যে ফোনের ব‍্যাটারী 100 শতাংশ চার্জ করতে পারে।

দাম ও সেল

ভারতে Vivo X60 Pro Plus ফোনটি 69,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং Emperor Blue কালার ভেরিয়েন্টে সেল করা হবে। আজ অর্থাৎ 25 মার্চ থেকে ফোনটির প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং আগামী 2 এপ্রিল থেকে ফোনটি সেল করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও শপিং সাইটের পাশাপাশি Vivo X60 Pro Plus ফোনটি অফলাইন রিটেইল স্টোরেও বেচা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here