Vivo এর সম্পর্কে খবর এসেছে যে তারা আগামী মাস সেপ্টেম্বরে নিজের ফ্ল্যাগশিপ Vivo X70 series লঞ্চ করতে পারে। ভিভো নিজের ফ্ল্যাগশিপ সিরিজের তিনটি নতুন স্মার্টফোন Vivo X70, Vivo X70 Pro আর Vivo X70 Pro Plus লঞ্চ করবে। ভিভো আপাতত এই স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য শেয়ার করেনি। অথচ ভিভোর আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজ স্মার্টফোন সম্পর্কে কিছু তথ্য অনলাইন লিক হয়েছে। কিছুদিন আগে Vivo X70 স্মার্টফোন Geekbench এর ওয়েবসাইটে স্পট হয়েছিল। এখন Vivo X70 Pro স্মার্টফোন Geekbench এ লিস্ট হয়েছে। এই লিস্টিং থেকে Vivo X70 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, ফিচার আর অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানা গেছে।
Vivo X70 Pro গীকবেঞ্চ লিস্টিং
Vivo জলদিই নিজের Vivo X70 series লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগে Vivo X70 Pro স্মার্টফোন Geekbench এ কিছু স্পেসিফিকেশন্সের সাথে স্পট করা গেছে। Geekbench এ ভিভোর এই স্মার্টফোনটি মডেল নাম্বার V2105 এর সাথে লিস্ট হয়েছে। এর সাথেই জানা গেছে যে ভিভোর এই স্মার্টফোন MediaTek Dimensity 1200 SoC এর সাথে পেশ করা যেতে পারে। গীকবেঞ্চ রিপোর্ট অনুযায়ী Vivo এর এই প্রো মডেল 12GB RAM এর সাথে পেশ করা যেতে পারে। ভিভোর এই স্মার্টফোন Android 11 এ আধারিত Origin OS এ রান করবে। চিনের বাইরে ভিভোর এই ফোনটিকে Funtouch OS 11 এর সাথে পেশ করা যেতে পারে।
পারফরম্যান্স এর কথা বললে Vivo X70 Pro গীকবেঞ্চে সিঙ্গেল কোর আর মাল্টি কোর টেস্টে যথাক্রমে 859 আর 2638 পয়েন্টস স্কোর পেয়েছে। এই লিস্টিং থেকে ভিভোর স্মার্টফোনের এর বেশি তথ্য জানা যায়নি।
Vivo X70 Pro : দাম
Vivo X70 Pro স্মার্টফোনের দাম সম্পর্কে কথা বললে এটি 50,000 টাকার আশেপাশে হতে পারে। আবার এই সিরিজের সবচেয়ে দামি স্মার্টফোন Vivo X70 Pro Plus হবে, যার দাম 70,000 টাকা হতে পারে। ভিভোর X60 Series এর দামের কথা বললে কোম্পানি X60 Pro কে ভারতে 49,999 টাকা আর X60 Pro Plus কে 69,999 টাকা দামে পেশ করেছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন