64MP Camera এবং 24GB RAM এর ক্ষমতা সহ এই 5G স্মার্টফোন পেশ করল Vivo

Highlights

  • চীনে লঞ্চ হয়েছে Vivo Y100 5G।
  • এই ফোনে 12GB physical + 12GB virtual RAM (24GB RAM) রয়েছে।
  • এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

ভিভো তাদের হোম মার্কেট চীনে একটি নতুন 5জি ফোন পেশ করেছে। এই ফোনটি Vivo Y100 5G নামে লঞ্চ করা হয়েছে। 12GB RAM এবং Qualcomm Snapdragon 695 চিপসেট সহ এই ফোনে AMOLED Display দেওয়া হয়েছে। এই পোস্টে লেটেস্ট Vivo Y100 5G এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: Amazon Great Indian Festival Finale Days: এইসব প্রোডাক্টে পাওয়া যাচ্ছে অসাধারণ অফার, জেনে নিন বিস্তারিত

Vivo Y100 5G এর দাম

স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস (চীন) ইন্ডিয়ান প্রাইস (প্রায়)
8GB RAM + 128GB Storage CNY 1399 ₹16,000
8GB RAM + 256GB Storage CNY 1599 ₹18,000
12GB RAM + 256GB Storage CNY 1799 ₹20,500
12GB RAM + 512GB Storage CNY 1999 ₹22,800

 

চীনে Vivo Y100 5G ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 8GB RAM ও 12GB RAM এর সঙ্গে 128GB, 256GB এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছে প্রায় 16,000 টাকা। চীনে এই ফোনটি light green, Glass blue এবং Starry Night Black কালারে সেল করা হবে।

Vivo Y100 5G এর স্পেসিফিকেশন

  • 6.78″ 120Hz AMOLED Screen
  • Qualcomm Snapdragon 695
  • 12GB Memory Fusion 3.0
  • 24GB RAM (12GB+12GB)
  • 64MP Dual Rear Camera
  • 44W 5,000mAh Battery
  • ডিসপ্লে: এই ফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্ট রিফ্রেশরেট ও 1300 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেটে রান করে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 619 জিপিইউ রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটি 12GB expandable RAM সাপোর্ট করে। ফলে এতে 12GB physical RAM এর সঙ্গে মোট 24GB RAM উপভোগ করা যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y100 5G ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। দ্রুত চার্জ করার জন্য এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

Vivo Y100 5G এর ফিচার

  • এই ফোনটি 10 5G Bands সাপোর্ট করে।
  • Vivo Y100 5G ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
  • এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং অরিজিন ওএস 3 তে কাজ করে।
  • এই লেটেস্ট ভিভো স্মার্টফোন Bluetooth 5.1 সাপোর্ট করে।
  • এতে USB Type-C পোর্ট এবং OTG দেওয়া হয়েছে।
  • Vivo Y100 5G ফোনটির থিকনেস মাত্র 7.49 এমএম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here