লঞ্চ হতে চলেছে সস্তা Vivo Y18 স্মার্টফোন, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে Vivo Y18 স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি এই ফোনটি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে এবার Google Play Console লিস্টিঙে এই ফোনটি লিস্টেড হতে দেখা গেছে। এই লিস্টিং থেকে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জানা গেছে। এই আপকামিং ভিভো ফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Vivo Y18 এর লিস্টিং ডিটেইলস

  • গুগল প্লে কনসোলে Vivo Y18 ফোনটি V2333 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনে MediaTek Helio G85 চিপসেট দেওয়া হবে।
  • গুগল প্লে কনসোলে Vivo Y18 ফোনটি 6GB RAM সহ লিস্টেড করা হয়েছে। তবে এই ফোনটি একাধিক মডেলে সেল করা হতে পারে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনটি Android 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে।
  • জানিয়ে রাখি এর আগে জানা গিয়েছিল এই ফোনটিতে Bluetooth 5.0 কানেক্টিভিটি যোগ করা হবে।
  • Vivo Y18 ফোনটি সম্প্রতি ইন্দোনেশিয়ায় লঞ্চ করা Vivo Y03 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে বলে শোনা যাচ্ছে। আপকামিং Vivo Y18 ফোনটি ভারতে Vivo Y03 ফোনের মতোই স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হতে পারে।

Vivo Y03 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo Y03 মোবাইলে 6.56 ইঞ্চির আইপিএস এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 1612 x 720 পিক্সেল রেজোলিউশন এবং 269PPI পিক্সেল ডেন্সিটি সাপোর্ট করে।
  • প্রসেসর: কোম্পানি এতে এন্ট্রি লেভেল Helio G85 চিপসেট ব্যবহার করেছে। এই চিপসেট গেমিং সহ অন্যান্য অপারেশনে ভাল পারফরমেন্স দেয়।
  • স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এতে 4GB র‍্যাম + 64GB স্টোরেজ এবং 4GB র‍্যাম + 128GB স্টোরেজ রয়েছে। এক্সটেন্ডেড র‍্যাম ফিচারের মাধ্যমে এতে 8GB পর্যন্ত র‍্যাম ব্যবহার করা যাবে। এছাড়াও মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফোনের ইন্টারনাল স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ব্র্যান্ড এই ফোনে ডুয়েল রেয়া ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে LED ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি OVGA লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: Vivo Y03 ফোনে কোম্পানির পক্ষ থেকে 15 ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে Bluetooth 5.0, Wi-Fi, ডুয়াল সিম 4G, GPS, OTG, জল এবং ধুলো থেকে রক্ষা করার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে।
  • ওএস: Vivo Y03 ফোনটি Android 14 এবং Funtouch OS 14 এর সঙ্গে কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here