Categories: খবর

শীঘ্রই হতে পারে লঞ্চ Vivo Y200, প্রকাশ্যে এল ডিটেইলস গীকবেঞ্চ এবং 3সি সাইটে

ভিভো তাদের হোম মার্কেট চীনে Y সিরিজের Vivo Y200 স্মার্টফোন পেশ করতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, কিন্তু এই ফোনটি গুরুত্বপূর্ণ ডিটেইলস সহ বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চ এবং 3সি সার্টিফিকেশন সাইটের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। ফলে ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Vivo Y200 এর গীকবেঞ্চ লিস্টিং

  • গীকবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেসে ভিভো নতুন ফোনটি V2343A মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই মডেলটি Vivo Y200 স্মার্টফোন বলে মনে করা হচ্ছে।
  • গীকবেঞ্চ ওয়েবসাইট বেঞ্চমার্ক টেস্টে সিঙ্গেল স্কোর রাউন্ডে এই ফোনটি 931 স্কোর এবং মাল্টি-কোর রাউন্ডে 2846 স্কোর করেছে।
  • Vivo Y200 গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই ফোনে 4+4 কোর কনফিগ্রেশন সহ অক্টা-কোর প্রসেসর, কোডনেম প্যারেট এবং অ্যাড্রিনো 710 GPU রয়েছে।
  • উপরোক্ত ডিটেইলস অনুযায়ী এই ফোনে Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই ফোনে 12GB RAM দেওয়া হয়েছে।
  • অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে Android 14 সহ দেওয়া হতে পারে।

Vivo Y200 এর 3সি লিস্টিং

  • 3সি লিস্টিং অনুযায়ী এই ভিভো নতুন ফোনটি V2343A মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • 3সি প্ল্যাটফর্ম অনুযায়ী Vivo Y200 ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • এই ফোনের টেস্টিঙের জন্য V8073L0A1-CN, V8073L0E0-CN, V8073L0B0-CN এবং V8073L0D0-CN মডেল নাম্বার চার্জারের ব্যবহার করা হয়েছে।
  • 3C লিস্টিং অনুযায়ী 10W (5V/2A), 15W (5V/3A), 18W (9V/2A) এবং 80W (11V/7.3A) সহ চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হতে পারে।

Vivo Y200 5G এর স্পেসিফিকেশন

ভারতে Vivo Y200 5G স্মার্টফোন গত বছর পেশ করা হয়েছিল। এই ফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

  • ডিসপ্লে: Vivo Y200 5G স্মার্টফোনের 6.67-ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে রয়েছে। এতে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 800 নিটস পীক ব্রাইটনেস দেওয়া হয়েছিল।
  • প্রসেসর: এই ফোনটি Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট দেওয়া হয়েছিল। এতে 6nm মোবাইল প্ল্যাটফর্ম এবং অ্যাড্রিনো GPU সহ লঞ্চ করা হয়েছিল।
  • স্টোরেজ: এই ফোনে 8GB LPDDR4x RAM এবং 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছিল।
  • ক্যামেরা: Vivo Y200 5G ফোনে ওরা LED ফ্ল্যাশ সহ 64MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP পোট্রেট সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16MP ক্যামেরা দেওয়া হয়েছিল।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং সহ 4800mAh ব্যাটারি যোগ করা হয়েছিল।