Snapdragon 680 চিপসেট, 50MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং 5000mAh ব‍্যাটারিসহ আসতে চলেছে Vivo Y21T

স্মার্টফোন কোম্পানি ভিভো খুব তাড়াতাড়ি তাদের জনপ্রিয় ‘ওয়াই’ সিরিজে Vivo Y21T স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামী 3 জানুয়ারি কোম্পানির পক্ষ থেকে ভারতে এই ফোনটি পেশ করা হবে। ইতিমধ্যে লঞ্চের আগেই এই ফোনটির বেশ কিছু লিকের মাধ্যমে রেন্ডার ও স্পেসিফিকেশন পাওয়া গেছে। এবার Vivo Y21T ফোনটির একটি লিক হ‌ওয়া প্রমোশনাল পোস্টারের মাধ্যমে এর ডিটেইল স্পেসিফিকেশন জানা গেছে। এই ফোনটি Qualcomm Snapdragon 680 চিপসেট এবং 4GB RAM এর সঙ্গে পেশ করা হবে। এছাড়া এতে 1GB এক্সটেন্ডেড র‍্যাম ব‍্যবহার করা যাবে। এই ফোনে 128GB স্টোরেজের পাশাপাশি microSD কার্ড‌ও ব‍্যবহার করা যাবে।

আরও পড়ুন: BSNL মাত্র 107 টাকার রিচার্জে দিচ্ছে অতুলনীয় বেনিফিট, চাপে পড়তে চলেছে Jio-Airtel

Vivo Y21T এর স্পেসিফিকেশন

টিপস্টার যোগেশ বরার সবার আগে আপকামিং Vivo Y21T এর এই স্পেসিফিকেশনসহ পোস্টার স্পট করেছেন। এই ফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.58 ইঞ্চির Full HD+ LCD স্ক্রিন দেওয়া হবে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.6 শতাংশ। এতে ফ্রন্ট প‍্যানেলে ওয়াটারড্রপ নচের মধ্যে 8MP সেলফি ক‍্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনে 50MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এছাড়াও এতে 2MP এর একটি বোকে এবং একটি ম‍্যাক্রো লেন্স দেওয়া হবে। 

কোম্পানির এই আগামী ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমযুক্ত FunTouch OS 12 ইউআইতে কাজ করবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি দেওয়া হবে। সিকিউরিটি ফিচার হিসেবে Vivo Y21T তে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। Vivo Y21T এর রেন্ডার দেখে ফোনটি অনেকটা Vivo Y33s এর রিঅ্যাসেম্বল ডিভাইস বলে মনে করা হচ্ছে। দুটি ফোনের তফাৎ শুধুমাত্র সেলফি ক‍্যামেরার দিক থেকে। কোম্পানি তাদের Y33s ফোনটিতে 16MP ফ্রন্ট ক‍্যামেরা যোগ করেছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here