গীকবেঞ্চ এবং আইএমডি সাইটে লিস্টেড হল Vivo Y28 4G স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

ভিভো আগামী কয়েক দিন বা মাসের মধ্যেই তাদের নতুন এন্ট্রি লেবেল স্মার্টফোন পেশ কড়তে চলেছে। এই ফোনটি Y-সিরিজের অধীনে Vivo Y28 4G নামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি ক্রমাগত সার্টিফিকেশন সাইটে লিস্টেড হচ্ছে। সম্প্রতি এই ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চ এবং IMDA সাইটে দেখা গেছে। এই লিস্টিঙে মাধ্যমে ফোনের মডেল নাম্বার এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লিস্টিং সম্পর্কে।

Vivo Y28 4G এর গীকবেঞ্চ লিস্টিং

  • গীকবেঞ্চ এবং IMDA লিস্টিঙে মাধ্যমে ভিভো-এর নতুন ফোনটি V2352 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • Vivo Y28 4G স্মার্টফোন গীকবেঞ্চ 6.3.0 টেস্টের সিঙ্গেল কোর রাউন্ডে 412 স্কোর এবং মাল্টি স্কোর রাউন্ডে 1266 স্কোর করেছে।
  • লিস্টিং অনুযায়ী Vivo Y28 4G স্মার্টফোনে 2+6 কোর সহ অক্টা-কোর প্রসেসর দেওয়া হবে। এই প্রসেসর 2.0GHz হাই ক্লক স্পীডে কাজ করবে।
  • উপরোক্ত ডিটেইলস অনুযায়ী Vivo Y28 4G স্মার্টফোন মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর সহ পেশ করা হতে পারে।
  • গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Vivo Y28 4G স্মার্টফোনটি প্রায় 8জিবি RAM সহ দেখা গেছে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে।

Vivo Y28 4G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • এফসিসি প্ল্যাটফর্মে Vivo Y28 4G স্মার্টফোনটি V2352 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনের ব্যাটারি BA45 মডেল নাম্বার সহ দেখা গেছে। এই ফোনে 5,870mAh ব্যাটারি অর্থাৎ মার্কেটিং হিসেবে 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • এফসিসি প্ল্যাটফর্ম অনুযায়ী এই ফোনের চার্জিঙের জন্য 44W চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানা গেছে।
  • Vivo Y28 4G স্মার্টফোনে ওয়াইফাই 802.11 ভি/জি/এন/এসি/এক্স, ব্লুটুথ এবং এলটিই সাপোর্ট দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
  • প্রসেসিঙের জন্য এই নতুন ভিভো-র এন্ট্রি লেবেল স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট দেওয়া হতে পারে।
  • ডেটা স্টোর করার জন্য এই ফোনের বেস মডেল 8GB RAM এবং 128GB RAM সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here