শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Vivo Y58 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল বিআইএস এবং টিইউভি সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

আগামী কয়েক মাসের মধ্যে ভিভো ভারত সহ গ্লোবাল বাজারে তাদের নতুন 5জি ফোন নিয়ে আসার প্রস্থুতি নিচ্ছে। এই ফোনটি Y সিরিজের অধীনে Vivo Y58 5G নামে লঞ্চ করা হতে পারে। সম্প্রতি এই ফোনটি বিআইএস (ব্যুরো অফ ইন্ডিয়া) এবং জার্মানির TUV রীনল্যান্ড সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। জানিয়ে রাখি এর আগে এই ফোনটি ব্লুটুথ এসআইজি সাইটে দেখা গিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্প্রতি লিস্টিং সম্পর্কে।

Vivo Y58 5G এর BIS এবং TUV লিস্টিং ডিটেইলস

  • আমরা Vivo Y58 5G স্মার্টফোনটিকে BIS এবং TUV লিস্টিঙে V2355 মডেল নাম্বার সহ স্পট করেছি।
  • জানিয়ে রাখি ব্লুটুথ এসআইজি লিস্টিঙের মাধ্যমে উপরোক্ত মডেল নাম্বার সহ Vivo Y58 5G নামে ফোনটি কনফর্ম হয়েছিল।
  • BIS লিস্টিং অনুযায়ী শীঘ্রই ভারতে Vivo Y58 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে কনফর্ম মনে করা হচ্ছে।
  • TUV রীনল্যান্ড লিস্টিঙের মাধ্যমে এই ফোনের মডেল নাম্বার ছাড়া আর কোন তথ্য পাওয়া যায়নি। তবে লিস্টিং অনুযায়ী ফোনটি শীঘ্রই চীনে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
  • এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিস্টিং অনুযায়ী ভিভো শীঘ্রই এই ফোনটি সম্পর্কে ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।

Vivo Y56 5G এর স্পেসিফিকেশন

আপকামিং Vivo Y58 5G স্মার্টফোনটি আগের Vivo Y56 5G মডেলের সাক্সেসার হিসেবে লঞ্চ করা হতে পারে। চলুন নীচে Y56 5G স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

  • স্ক্রিন: এই ফোনে 2408 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.58 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটারড্রপ নচ সহ এই ডিসপ্লে 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
  • প্রসেসর: Vivo Y56 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফ্যানটাচ ওএসে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 700 অক্টাকোর প্রসেসর রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফলে খুব সহজেই ইউজারা তাদের ডেটা স্টোর করতে পারে।
  • ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh রয়েছে।
  • অন্যান্য: সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটি অপশন হিসাবে এই ফোনে 5G, 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here