4 জিবি র‍্যাম‌ওয়ালা Vivo Y93 এর দাম কমলো 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Vivo গত বছর তাদের ওয়াই সিরিজে Y93 স্মার্টফোন লঞ্চ করেছিল, যার দাম রাখা হয়েছিল 13,990 টাকা। এই বছরের শুরুতে কোম্পানি ফোনটির 3 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট‌ও লঞ্চ করে, যা 12,990 টাকা দামে পেশ করা হয়।

Vivo পেশ করলো তাদের প্রথম পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন Vivo Z1 Pro, ভারতীয় ওয়েবসাইটে হলো লিস্টেড

ভিভো দীর্ঘদিন ধরেই তাদের বিভিন্ন স্মার্টফোনের দাম কমাচ্ছে। এবার কোম্পানি তাদের Vivo Y93 ফোনটির দুটি ভেরিয়েন্টের দাম‌ই 2,000 টাকা পর্যন্ত কমিয়েছে। আমরা এই প্রাইস কাটের তথ্য রিটেইল স্টোর থেকে পেয়েছি।

নতুন দাম
Vivo Y93 এর 4 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম এখন 11,990 টাকা রাখা হয়েছে, যা আগে 13,990 টাকা দামে বেচা হতো। এর সঙ্গে ফোনটির 3 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন 10,990 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনটির দাম আগে 12,990 টাকা ছিলো।

Exclusive : 6.3 ইঞ্চির ডিসপ্লে ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হবে Motorola One Action, জেনে নিন স্পেসিফিকেশন

ফিচার ও স্পেসিফিকেশন
Vivo Y93 তে 6.22 ইঞ্চির 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। স্ক্রিনের ওপর দিকে ছোট নচ দেওয়া হয়েছে যা কোম্পানি হ‍্যালো নচ নামে পেশ করেছে। এই নচেই সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। এছাড়া এই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওসহ ফনটাচ ওএস 4.5 কাজ করে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo Y93 এর ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। কোম্পানি এটি এফ/2.2 অ্যাপার্চার ও এফ/2.4 অ্যাপার্চারের সঙ্গে পেশ করেছে। সেলফির জন্য এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে যা লো লাইট ফোটোগ্ৰাফিতেও সমান দক্ষ।

কম দামে V-শেপের ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হলো Samsung Galaxy A10e

Vivo Y93 একটি ডুয়েল সিম ফোন যা 2জি ও 3জির সঙ্গে 4জি ভোএলটিইতেও কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,030 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। তবে এতে ফাস্ট চার্জ সাপোর্ট করে না। এতে মাইক্রোইউএসবি পোর্ট 2.0 আছে। এই ফোনটি স্টারী ব্ল‍্যাক ও নেবুলা পার্পল কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here