অবশেষে ভারতে Vodafone Idea (Vi) এর 5G সার্ভিসের অপেক্ষার অবসান হয়েছে। কোম্পানি কোনো ঘোষণা না ক্তেই চুপিসারে তাদের 5G পরিষেবা চালু করে দিয়েছে। দিল্লিতে Vi 5G এর সূচনা করা হয়েছে বলে কোম্পানির কাস্টোমার সাপোর্ট টীম টুইটারের মাধ্যমে জানিয়েছে। তবে বর্তমানে ভারতের মধ্যে দিল্লি একমাত্র রাজ্য যেখানে Vi 5G সার্ভিস উপভোগ করা যাবে। সবার আগে এই টুইটটি টেলিকমটক টীমের নজরে আসে। আরও পড়ুন: আজ হতে চলেছে 5000mAh ব্যাটারি এবং 8MP ডুয়েল রেয়ার ক্যামেরাসহ POCO C50-এর প্রথম সেল, মাত্র 226 টাকার সহজ কিস্তির বিনিময়ে কেনার সুযোগ
দিল্লিতে লাইভ হল Vi 5G
Vi এর পক্ষ থেকে অন্যান্য শহরে কবে তাদের 5G সার্ভিস চালু হবে সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি দেশের অন্যান্য শহর এবং রাজ্যেও Vi 5G পরিষেবা পাওয়া যাবে। উপরোক্ত টুইটের মাধ্যমে জানা গেছে “Vi বিভিন্ন শহরে তাদের পার্টনারদের সঙ্গে হাত মিলিয়ে 5G চালু করার জন্য কাজ করে চলেছে এবং শীঘ্রই এবিষয়ে বিশদ তথ্যও জানা যাবে।”
জানিয়ে রাখি কিছু দিন আগে Vodafone-Idea কোম্পানির এক আধিকারিক জানিয়েছিলেন কোম্পানি তাদের গ্রাহকদের 5G সার্ভিস দেওয়ার জন্য কিছু স্বনামধন্য OEM এর সঙ্গে হাত মিলিয়েছে। কয়েক দিন আগে আয়োজিত নিলামের মঞ্চে Vodafone-Idea নির্দিষ্ট 5G স্পেকট্রাম কিনেছে এবং নতুন নেটওয়ার্ক সম্পর্কে তাদের পরিকল্পনা সম্পর্কেও জানিয়েছিল। আরও পড়ুন: জেনে নিন দুই মিনিটে Aadhar Card ভেরিফাই করার উপায়, রইল বিস্তারিত
লড়ে চলেছে Vi
বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের বাজারে জিও এবং এয়ারটেল একদিকে তাদের 5G সার্ভিস শুরু করে বেস কিছু শহরে এর কভারেজ ছড়াতেও শুরু করে দিয়েছে, অন্যদিকে ভোডাফোন আইডিয়া 5G পরিষেবা চালু করতে না পারার জন্য বিপুল সংখ্যক গ্রাহক হারাতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যেই Vi তাদের বেশিরভাগ ইউজার হারিয়ে বসবে। অন্য কিছু রিপোর্টের তথ্য অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে যদি Vi তাদের জন্য বিনিয়োগকারীদের থেকে পুঁজি না পায় তবে হয়ত কোম্পানিকে ভারত থেকে তাদের ব্যাবসা গোটাতে হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন