বর্তমানে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টে পরিনত হয়েছে। সরকারি হোক কিংবা বেসরকারি যে কোন কাজেই আধার কার্ডের প্রয়োজন হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে হোক বা ফোনের কানেকশন কিংবা বাচ্চাদের ভর্তি সবকিছুতেই আধার কার্ড গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়,আধার কার্ড ছাড়া সরকারি সুবিধাগুলিও পাওয়া মুশকিল।আধার কার্ড শুধু যে পরিচয়পত্র হিসেবে গুরুত্বপূর্ণ তাই নয় বরং এতে আধার কার্ড হোল্ডারের বায়োম্যাট্রিক ডিটেইলসও অন্তর্ভুক্ত থাকে। বর্তমান সময় পরিচয় প্রমাণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হল আধার কার্ড, কিন্তু সেই আধার কার্ড ভুয়ো কি না সেটা কিন্তু একটি সহজ উপায়ের মাধ্যমে চেক করা সম্ভব। আরও পড়ুন: 14 জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে OPPO A78 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
আজকের এই পোস্টে আপনাদের আধার কার্ড ভেরিফাই করার উপায় সম্পর্কে জানানো হল। এই বিষয়টি সহজেই সরকারি ওয়েবসাইটের মাধ্যমে চেক করা সম্ভব। আধার কার্ড ভেরিফাই করার জন্য আপনাকে UIDAI-এর ওয়েবসাইট অথবা mAadhaar অ্যাপ ব্যবহার করতে হবে। এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসটি জানানো হল।
ওয়েবসাইটের মাধ্যমে আধার ভেরিফাই করার উপায়
স্টেপ 1 : সবার প্রথমে আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজারে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in খুলুন।
স্টেপ 2 : এখানে আপনাকে আধার নম্বর দিয়ে লগইন করতে হবে। এর পরে আপনাকে Verify Aadhaar এ ক্লিক করতে হবে।
স্টেপ 3 : পরবর্তী পেজে আধার নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে ভেরিফাই আধারে ক্লিক করতে হবে।
স্টেপ 4 : এবার আপনাকে আধার কার্ডের ডিটেইলস দেওয়া হবে, যেখানে বয়স এবং ঠিকানা সম্পর্কে লেখা থাকবে। আরও পড়ুন: জানুয়ারির শেষে লঞ্চ হতে চলেছে Reno সিরিজের লো বাজেট স্মার্টফোন OPPO Reno 8T, জেনে নিন স্পেসিফিকেশন
মোবাইল অ্যাপের মাধ্যমে আধার ভেরিফাই করার উপায়
স্টেপ 1 : প্রথমে আপনাকে ফোনে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে mAadhaar অ্যাপটি ডাউনলোড করতে হবে।
স্টেপ 2 : অ্যাপে লগইন করার পরে আপনাকে হোম স্ক্রিনে Verify Aadhaar এ ক্লিক করতে হবে।
স্টেপ 3 : আপনি যার আধার ভেরিফাই করতে চান তার নম্বর এবং ক্যাপচা কোড লিখুন এবং ভেরিফাইতে ক্লিক করুন।
স্টেপ 4 : পরবর্তী পেজে আপনি আধার কার্ডের ডিটেইলস দেখতে পাবেন। আরও পড়ুন: এই শহরগুলিতে চালু হয়েছে Jio 5G পরিষেবা, দেখে নিন তালিকা
আধার কার্ড ভেরিফাই করার পরে সেই আধার সক্রিয় আছে না নেই সেটা জানানো হবে। যদিও নাম ভেরিফাই হবে না কিন্তু বয়স, লিঙ্গ এবং ঠিকানা ভেরিফাই করা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন