Vodafone Idea লঞ্চ করল দুটি নতুন প্ল্যান, পাওয়া যাবে প্রচুর পরিমাণে ডেটা

টেলিকম অপারেটার ভোডাফোন আইডিয়া লিমিটেড (VI) তাদের নতুন দুটি প্রিপেইড প্ল্যান পেশ করেছে। তবে বর্তমানে এই প্ল্যানগুলি কিছু সিলেক্টেড সার্কেলের জন্য জারি করা হয়েছে। এই প্ল্যান দুটির বিশেষত্ব হল এগুলি অফোর্ডেবল প্রাইস রেঞ্জে পেশ করা হয়েছে। যেসব ইউজাররা কম খরচে সিম চালু রাখতে চান, তাদের জন্য প্ল্যানটি একটি ভালো অপশন হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভোডাফোন আইডিয়ার সস্তা রিচার্জ প্ল্যান দুটির ডিটেইলস সম্পর্কে।

দুটি সস্তা প্ল্যান পেশ করল ভোডাফোন আইডিয়া

কোম্পানির পক্ষ থেকে এই নতুন প্ল্যান দুটি 128 টাকা এবং 138 টাকা দামে পেশ করেছে। তবে জানিয়ে রাখি এই প্ল্যান দুটি কর্ণাটকের মতো কিছু সিলেক্টেড সার্কেলের জারি করা হয়েছে। তাই এই প্ল্যান রিচার্জ করার আগে চেক করে নিতে হবে এটি ইউজারের জন্য প্রযোজ্য কি না।

ভোডাফোন আইডিয়ার 128 টাকা দামের রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়ার নতুন প্রিপেইড প্ল্যানটি 18 দিনের ভ্যালিডিটি সহ 128 টাকা দামে পেশ করা হয়েছে। এই প্ল্যানে 100MB ডেটা এবং প্রতি সেকেন্ডে 2.5 পয়সা করে কলিঙের অপশন রয়েছে। এছাড়াও এই প্ল্যানে 10 লোকাল অন-নেট নাইট মিনিটও দেওয়া হচ্ছে, ফলে রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত ব্যবহার করা যাবে। জানিয়ে রাখি এই প্ল্যানে আউটগোয়িং এসএমএসের বেনিফিট পাওয়া যাবে না।

ভোডাফোন আইডিয়ার 138 টাকা দামের রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়ার 20 দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানে 100MB মোবাইল ডেটা এবং 10 লোকাল অন-নেট নাইট মিনিটও দেওয়া হচ্ছে। একইসঙ্গে প্রতি সেকেন্ডে 2.5 পয়সা করে কলিঙের অপশন রয়েছে। তবে এই প্ল্যানে রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো ধরনের আউটগোয়িং SMS এবং নাইট মিনিট বেনিফিট পাওয়া যাবে না।

এইসব ইউজারদের জন্য এটি বেস্ট প্ল্যান

যারা শুধুমাত্র সেকেন্ডারি সিম চালু রাখার জন্য রিচার্জ করতে চান, তাঁরা কম খরচে এই প্ল্যানের সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি লক্ষ্য করা হয়েছে বেশ কিছু সাবস্ক্রাইবার তাদের সেকেন্ডারি সিম বন্ধ করে দিচ্ছেন, এর ফলে ভোডাফোন আইডিয়ার গ্রাহকের সংখ্যা কমে যাচ্ছে। তাই কোম্পানির নতুন সস্তা প্ল্যানটি সুন্দর অপশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here