Vodafone Idea (Vi) ভারতের টেলিকম সেক্টরে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। কোম্পানির পক্ষ থেকে 4999 টাকা দামের নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করা হয়েছে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে দামী প্ল্যান। একদিকে যেখানে সমস্ত কোম্পানি ইউজারদের খুশি করার জন্য সস্তা সস্তা প্ল্যান পেশ করে চলেছে, এমন অবস্থায় দাঁড়িয়ে Vi প্রিমিয়াম ইউজারদের কথা মাথায় রেখে এই বার্ষিক প্ল্যানটি লঞ্চ করেছে। এই প্ল্যানটির দাম অনেকটাই বেশি, অনেকের মতে এই দামে দুটি ফিচার ফোন কেনা যাবে।
Vi এর সবচেয়ে দামী প্ল্যানের দাম এবং ভ্যালিডিটি
কোম্পানির এই প্ল্যানটির দাম 4999 টাকা রাখা হয়েছে এবং এই প্ল্যানটির ভ্যালিডিটি 365 দিন। যেসব গ্রাহকরা বারবার রিচার্জ করানোর ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চান, এই প্ল্যানটি তাদের জন্য বেস্ট অপশন। এক বছরের ভ্যালিডিটি সহ এই প্ল্যানটি একবার রিচার্জ করে নিলে দীর্ঘ দিন পর্যন্ত রিচার্জ করানোর চিন্তা থেকে মুক্ত থাকা যাবে।
আনলিমিটেড কলিং এবং ফ্রি SMS
এই প্ল্যানের সঙ্গে ইউজারদের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিঙের সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও এতে প্রতিদিন বিনামূল্যে 100 SMS পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে ইউজারদের কল বা এসএমএসের অভাব হবে না।
ডেটা বেনিফিট
Vi এর পক্ষ থেকে এই প্ল্যানে মোট 730GB ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ প্ল্যানটিতে প্রতিদিন 2GB করে ডেটা পাওয়া যায়। এছাড়াও রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ডেটা উপভোগ করা যাবে। এই ফিচার নাইট ব্রাউজিং বা স্ট্রিমিং ইউজারদের জন্য বেশ উল্লেখযোগ্য।
এছাড়াও এই প্ল্যানে ডেটা রোলওভারের সুবিধা পাওয়া যায়। অর্থাৎ কোনো দিনের ডেটা সম্পূর্ণ শেষ না হলে বেঁচে যাওয়া ডেটা উইকেন্ডে ট্রান্সফার করে দেওয়া হয়। ফলে ইউজাররা শনিবার ও রবিবার বেশি পরিমাণ ডেটা ব্যাবহার করতে পারবেন।
OTT সাবস্ক্রিপশনের সঙ্গে বিনোদনের ঝুলি
Vi এর 4999 টাকা দামের প্ল্যানটি বিনোদন প্রেমীদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য। এই প্ল্যানে Amazon Prime Video (Mobile Edition), Sony LIV, ZEE5, Vi MTV, Playflix, Fancode, Aaj Tak Live এবং ManoramaMax এর মতো জনপ্রিয় OTT অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
যেসব ইউজাররা প্রতিদিন মুভি, ওয়েব সিরিজ, টিভি শো, লাইভ নিউজ ও স্পোর্টস দেখেন তাদের জন্য এই প্ল্যানের ওটিটি সাবস্ক্রিপশন ঠিক জেন সোনায় সোহাগা।
কাদের জন্য পেশ করা হয়েছে এই প্ল্যান?
কোম্পানির যেসব ইউজাররা দীর্ঘ দিন পর্যন্ত নিশ্চিন্তে থাকতে চান, তাদের জন্য এই প্ল্যানটি সেরা। এই প্ল্যানটি মূলত সেইসব ইউজারদের জন্য ডিজাইন করা হয়েছে যারা বেশি পরিমাণ ডেটা ব্যাবহার করেন, OTT কন্টেন্ট দেখেন বা রাতে প্রচুর ডেটা ব্যাবহার করেন। এছাড়াও যারা একটি রিচার্জ করে এবং অতিরিক্ত খরচ না করে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম উপভোগ করতে চান তাদের জন্যও এই প্ল্যানটি বেস্ট।