Vodafone Idea ইউজারদের জন্য বড় খবর, বন্ধ হয়ে যাচ্ছে 3G পরিষেবা, জেনে নিন পরিণতি

গত বছর ভারতে টেলিকম কোম্পানি এয়ারটেল হরিয়ানায় তাদের 3জি পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করেছিল। এবার ভোডাফোন আইডিয়া ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে কোম্পানি আগামী 15 জানুয়ারি থেকে দিল্লিতে তাদের 3জি সার্ভিস বন্ধ করে দিচ্ছে। এই মাসের শুরুতে এমনটা ব‍্যাঙ্গালুরু ও মুম্বাইয়ের ক্ষেত্রেও করা হয়েছে। ভারতের টেলিকম সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করার পর এবং কোটি কোটি মানুষকে 3জি পরিষেবা প্রদান করার পর এবার Vi তাদের 3জি গ্ৰাহকদের ম‍্যাসেজ পাঠিয়ে বর্তমান 3জি সিম 4জিতে আপগ্রেড করার উপদেশ দিচ্ছে।

আরও পড়ুন: 5000mAh ব‍্যাটারী ও বড় ডিসপ্লের সঙ্গে ভারতে এল সস্তা Vivo Y20A, তবে কি বিপদ গুনছে Xiaom-Realme?

কিভাবে 3G সিম 4G তে আপগ্রেড হবে?

বর্তমানে অপারেটর 4জি সার্ভিসের জন্য 3জি স্পেকট্রাম ব‍্যবহার করছে এবং এই স্পেকট্রাম রিফার্মিঙের জন‍্য‌ই এত বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।কোম্পানির গ্রাহকদের বর্তমান সিম 4জি তে আপগ্ৰেড করার জন্য নিকটবর্তী স্টোরে যেতে হবে।

SMS পাঠাচ্ছে Vodafone Idea

দিল্লি সার্কেলের বর্তমান 3জি গ্ৰাহকদের কোম্পানি এস‌এম‌এস পাঠিয়ে এবিষয়ে জানিয়ে দিয়েছে। এই ম‍্যাসেজে লেখা আছে, “প্রিয় গ্ৰাহক, কোনো রকম বাধা ছাড়াই পরিষেবা উপভোগ করুন। আপনার পুরোনো সিম 15-01-2021 এর আগে 4জি তে আপগ্রেড করুন কারণ ভোডাফোন আইডিয়া তাদের নেটওয়ার্ক শুধুমাত্র 4জি তে আপগ্রেড করছে। ডকুমেন্ট ছাড়া বিনামূল্যে সিম আপগ্ৰেডের জন্য আপনার নিকটবর্তী Vi স্টোরে যোগাযোগ করুন।”

আরও পড়ুন: 6GB RAM ও 20MP সেলফি ক‍্যামেরাযুক্ত Samsung Galaxy A31 এখন আরও সস্তা

চালু থাকবে 2G ভয়েস কলিং

কোম্পানির যেসব গ্ৰাহক তাদের সিম আপগ্রেড করতে পারবেন না তাদের জন্য ভোডাফোন আইডিয়া 2জি ভয়েস কলিং পরিষেবা চালু রাখবে। কিন্তু তারা ইন্টারনেট ডেটা ব‍্যবহার করতে পারবেন না। কিন্তু যারা আগে থেকেই ভোডাফোন আইডিয়ার 4জি পরিষেবা ব‍্যবহার করেন তাদের ওপর এই পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না।

জানিয়ে রাখি কোম্পানি কয়েক দিন আগে তাদের ইউজারদের জন্য একটি বিশেষ অফার নিয়ে এসেছে। একজন ভোডাফোন গ্ৰাহক প্রথমবার Vi অ্যাপ ওপেন করলে কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে 50 জিবি ডেটা পাবেন। আসলে কোম্পানির 1,499 টাকা দামের ভোডাফোন আইডিয়া প্ল‍্যানে এক্সট্রা বেনিফিট পাওয়া যাচ্ছে।

SOURCE 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here