ভারতের তৃতীয় টেলিকম অপারেটর TRAI এর নির্দেশে Vodafone Idea (Vi) তাদের একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। আগেই Bharti Airtel এবং Reliance Jio তাদের ভয়েস অনলি প্ল্যান লঞ্চ করেছে, তবে এবার Vi ভয়েস এবং SMS-অনলি সেগমেন্টে পা রেখে এই প্রতিযোগিতা আরও জোরদার করে তুলেছে। এই প্ল্যানে কি কি বেনিফিট পাওয়া যাবে সেই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।
Vi এর নতুন 1,460 টাকা দামের প্রি-পেইড প্ল্যান
- Vodafone Idea (Vi) এর 1,460 টাকা দামের প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 SMS বেনিফিট উপভোগ করা যায়। এই প্ল্যানটি 270 দিনের ভ্যালিডিটি সহ পেশ করেছে।
- তবে এই প্ল্যানটি 365 দিনের বার্ষিক প্ল্যানের থেকে 95 দিন কম এবং অতিরিক্ত বেনিফিট উপভোগ করা যাবে।
- যারা প্রায় 9 মাসের ভ্যালিডিটি সহ শুধুমাত্র ভয়েস কল এবং SMS উপভোগ করতে চান, তাদের জন্য এই প্ল্যানটি একটি ভালো অপশন হতে চলেছে।
জানিয়ে রাখি সম্প্রতি Vodafone Idea (Vi) তাদের নতুন 209 টাকা দামের প্রিপেইড প্ল্যান পেশ করেছিল। এই প্ল্যানে বিভিন্ন টেলিকম বেনিফিট সহ ডেটা, কল, SMS এবং আনলিমিটেড কলারটিউন উপভোগ করা যায়।
এই সস্তা প্ল্যানটি যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি এবং এতে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এছাড়াও 2GB ডেটা সহ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা রয়েছে। একইসঙ্গে 28 দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং 300 SMS বেনিফিট উপভোগ করা যায়।