30 দিন ভ্যালিডিটি এবং 30জিবি ডেটার সঙ্গে বাজারে এল Vi-এর নতুন প্ল্যান

Highlights

  • 181 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যান পেশ করল Vi।
  • এই প্ল্যানে 30 দিন ভ্যালিডিটির সঙ্গে প্রতিদিন 1জিবি করে ডেটা পাওয়া যায়।
  • যেহেতু এই প্ল্যানটি একটি ডেটা প্ল্যান তাই এতে কোন কলিং বেনিফিট পাওয়া যায় না।

টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া তাদের গ্রাহকদের জন্য একটি নতুন ডেটা প্ল্যান নিয়ে এসেছে। কোম্পানি চুপচাপ তাদের ওয়েবসাইটের ডেটা প্ল্যান ক্যাটাগরিতে 181 টাকা দামের এই প্ল্যানটি লিস্টেড করে দিয়েছে। এই প্ল্যানের সবচেয়ে বড় বিশেষত্ব হল এই প্ল্যানে 30 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। নিচে এই প্ল্যানটির সমস্ত বেনিফিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: 15 হাজার টাকার বাজেটে এই 5টি গেমিং ফোনে পাবেন PUBG এবং রেসিংয়ের আসল মজা

181 টাকা দামের ডেটা প্ল্যান

Vodafone idea এর এই 181 টাকা দামের প্ল্যানে 30 দিনের ভালিদিত এবং প্রতিদিন 1জিবি করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে 30 দিনে মোট 30জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এটি একটি ডেটা প্ল্যান হওয়ার কারণে এতে কোন ফ্রি কলিং ডেটা বেনিফিট পাওয়া যায় না। এছাড়া কোম্পানি জানিয়ে দিয়েছে এটি একটি প্রিপেইড প্ল্যান এবং একটি অ্যাক্টিভ বেস প্ল্যান থাকলে তবেই এই প্ল্যানটি উপভোগ করা যাবে।

কোম্পানি অনেক দিন ধরেই মান্থলি ভ্যালিডিটি এবং 30 দিন ভ্যালিডিটিসম্পন্ন প্ল্যান পেশ করে চলেছে। মনে করিয়ে দিই কয়েক দিন আগেই ভোডাফোন আইডিয়া 296 টাকা দামের একটি রিচার্জ প্ল্যান পেশ করেছিল। এই প্ল্যানে 30 দিন ভ্যালিডিটি এবং মোট 25জিবি সুপার ফাস্ট ইন্টারনেট ডেটা অফার করা হয়। এর সঙ্গে এই প্ল্যানটি রিচার্জ করে Vi Movies & TV Classic এর অ্যাক্সেস দেওয়া হয় যার মাধ্যমে ইউজাররা আনলিমিটেড ফিল্ম এবং টিভি শো উপভোগ করতে পারবেন। আরও পড়ুন: লিক হল Vivo T2 সিরিজের লঞ্চ টাইমলাইন, জেনে নিন বিস্তারিত

শীঘ্রই বাড়তে পারে ভোডাফোন আইডিয়া প্ল্যানের দাম

কয়েক মাস আগে কোম্পানির CEO (Chief Executive Officer), Akshaya Moondra এর একটি বক্তব্যের পর থেকে ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে প্রাইস হাইকের আভাস পাওয়া গেছে। Akshaya Moondra জানিয়েছিলেন ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানো দরকার। তিনি মনে করেন কোন টেলিকম কোম্পানিই বর্তমান ট্যারিফে দাঁড়িয়ে পুঁজি উসুল করতে পারবে না। তিনি আরও জানিয়েছিলেন কোন মোবাইল নেটওয়ার্ক পরিষেবা উপভোগ করার জন্যই মাত্রাতিরিক্ত খরচ করা উচিৎ নয়। অথচ যেসব ইউজার বেশি কল এবং ডেটা ব্যাবহার করেন তাদের অন্তত কম কল ও ডেটা উপভোগকারীদের থেকে বেশি দাম দেওয়া উচিৎ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here