লিক হল Vivo T2 সিরিজের লঞ্চ টাইমলাইন, জেনে নিন বিস্তারিত

Highlights

  • রিপোর্ট অনুযায়ী এপ্রিল মাসেই ভারতে লঞ্চ হবে Vivo T2 সিরিজ।
  • শুরুতে এই সিরিজের অধীনে দুটি মোবাইল ফোন লঞ্চ করা হতে পারে।
  • সম্প্রতি গুগলে প্লে কনসোলে Vivo T2 5G এবং T2x ফোনদুটি দেখা গেছে।

দীর্ঘদিন ধরেই টেক মার্কেটে কানাঘুষো চলছে চিনের টেক কোম্পানি Vivo তাদের Vivo T2 সিরিজের ফোনে কাজ করছে। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি। তবে এবার টেক ওয়েবসাইট Pricebaba এই আপকামিং সিরিজের ভারতে লঞ্চের টাইমলাইন প্রকাশ করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এপ্রিল মাসেই ভারতে T2 সিরিজ পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে শুরুতে এই সিরিজের দুটি ফোন লঞ্চ করা হতে পারে। আরও পড়ুন: 11 এপ্রিল লঞ্চ হবে ফোল্ডেবল Tecno Phantom V Fold, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

এপ্রিলে লঞ্চ হতে পারে T2 সিরিজ

রিপোর্ট থেকে জানা গেছে ভারতে এপ্রিলের মাঝামঝি T2 সিরিজ লঞ্চ করা হবে। আরও জানা গেছে এই সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেটযুক্ত দুটি ফোন থাকবে। এখনও পর্যন্ত এই সিরিজের ফোনগুলির সঠিক নাম জানা যায়নি। তবে আশা করা হচ্ছে এই ফোনগুলি Vivo T2 এবং T2x নামে পেশ করা হবে। ভারতে এই ফোনদুটির দাম 20,000 টাকার চেয়ে কম হতে পারে।

গুগল প্লে কনসোলে তালিকাভুক্ত Vivo T2 সিরিজের স্মার্টফোন

কয়েক সপ্তাহ আগে Google Play কনসোলের লিস্টিঙে Vivo T2 সিরিজের ফোনগুলি দেখা গিয়েছিল। লিস্টিং থেকে জানা গিয়েছিল এই ফোনে ডিউড্রপ নচসহ FHD+ ডিসপ্লে এবং Android 13 অপারেটিং সিস্টেম থাকবে। এর মধ্যে Vivo T2 (V2222) ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেটে রান করবে এবং Vivo T2x ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট যোগ করা হবে। এরপর এই সিরিজে যে ফোনটি পেশ করা হবে সেটি সম্ভবত সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হবে। আরও পড়ুন: লঞ্চ হল 16GB RAM এবং 50MP ক্যামেরাযুক্ত Infinix Hot 30 স্মার্টফোন, স্মুথ চলবে হেভি গেম

মনে করিয়ে দিই গত বছর ভিভো ভারতে তাদের Vivo T1 সিরিজের সূচনা করেছিল। এই সিরিজে কোম্পানি Vivo T1, Vivo T1 44W এবং Vivo T1x ফোন তিনটি লঞ্চ করেছিল। এই তিনটি ফোনই iQOO Z6 এর রিব্র্যান্ডেড ভার্সন। তবে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এবার Vivo T2 সিরিজের ফোনগুলি মার্কেটে আগে থেকে উপস্থিত iQOO Z7 সিরিজের থেকে আলাদা হতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here