WhatsApp group এর জন্য 75টি আকর্ষণীয় নামের তালিকা, বেছে নিন আপনার পছন্দের নাম

WhatsApp সাধারণ মানুষের একে ওপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার এক অনবদ্য প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। বর্তমানে নতুন আপডেটের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে 512 সদস্য যোগ করা যায়। আমরা সবাই পরিবার, বন্ধুবান্ধব, কর্মক্ষেত্রের বন্ধুবান্ধবদের নিয়ে প্রায়ই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে থাকি এবং সেই গ্রুপের নাম ঠিক করার সময় সবচেয়ে বেশি চিন্তায় পড়তে হয়। এবার এই সমস্যা থেকে একটু হলেও হয় তোঁ মুক্তি পেতে চলেছেন। কারণ এই পোস্টে 75টি আকর্ষণীয়, ইউনিক হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম শেয়ার করা হল। তবে মনে রাখবেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের নামে সর্বাধিক 25টি ক্যারেক্টার ব্যাবহার করা যায়।

হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম

1.The Dream Team
2. Chat Lounge
3. Best Friends Club
4. No Spamming
5. The Drama club
6. Ghantaa Engineers
7. Happy House
8.Superstar Family
9.Happy Hour
10.Selfie Squad
11.The Pro Bros
12. The Webslingers
13. Cape Crusaders
14. Gossip Girls
15. All Us Single Ladies
16. True Friends, True Spirits
17. The Wonders of the World
18. Enter at your own risk
19. Selectively Social
20. Madhouse
21. So Called Engineers
22. Dream Team
23. Sarcastic Four
24. The Family Gang
25. Fantastic 4
26. Join At Your Own Risk
27. Roast Club
28. Adults Out Of Order
29. The Trouble Makers
30. Only Sarcasm Allowed
31. Awkward Strangers
32. The Meme Team
33. Spam Group
34. Quarter-life Crisis
35. Mavericks Fam
36. No Serious Stuff
37. Work. Party. Repeat
38. Drinking Buddies
39. Travel Buddies
40. 24-Hour Drama Club
41. The Invincibles
42. Result Of Quarantine
43. Incredible five
44. Open Book
45. Ultra Humans
46. Zero Spamming
47. Just do it
48. Just Smile, Everyday
49. Pin Drop Nonsense.
50. Strangers
51. The Spartans
52. Engineering in Progress
53. Game of phones
54. The Future of India
55. Youths of India
56. Inhumans
57. Go-Getters
58. Trash Talk
59. Mr perfects
60. Mrs perfects
61. The famous five
62. The dream team
63. The drama club
64. The chat family
65. Happy house
66. Glowing stars
67. Chunky Monkeys
68. Cricket Adda
69. Sports Adda
70. The Rooftop
71. Tech Ninjas
72. Blockheads
73.The Queen Bees
74. Queens Lounge
75. We Grow Together

WhatsApp গ্রুপ এর নাম কিভাবে পরিবর্তন করবেন?

ওপরে হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য 75টি ইউনিক নাম দেওয়া হয়েছে। এর মধ্যে থেকে কোনও নাম আপনারা নিজেদের গ্রুপের জন্য বেছে নিতে পারেন। এর বাইরে কোন ভালো নাম মাথায় এলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। চলুন জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম পরিবর্তনের পদ্ধতি সম্পর্কে।

  • গ্রুপের নাম পরিবর্তন করার জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
  • যে গ্রুপের নাম বদলাতে চান সেটি সিলেক্ট করুন।
  • ওপরের ডানদিকের কোণায় তিনটি ডটযুক্ত মেনুতে ক্লিক করুন।
  • এরপর গ্রুপ ইনফো অপশন সিলেক্ট করুন।
  • এখানে আরও একবার ওপরের ডানদিকের কোণায় তিনটি ডটযুক্ত মেনুতে ক্লিক করতে হবে।
  • এখানে ‘Change Subject’ সিলেক্ট করুন।
  • এখানে গ্রুপের নতুন নাম লিখুন। এরপর ‘ওকে’ বাটনে ট্যাপ করুন। এর ফলে গ্রুপের নাম পরিবর্তন হয়ে যাবে।

FAQs

WhatsApp Group Name এর সর্বোচ্চ ক্যারেক্টার কয়টি?

WhatsApp Group Name এ সর্বোচ্চ 100টি ক্যারেক্টার ব্যাবহার করা যায়। এর থেকে বেশি সংখ্যক ক্যারেক্টার ব্যাবহার করে গ্রুপ নেম সেট করা যায় না।

একটু গ্রুপের যে কোনো সদস্য কি গ্রুপ নেম চেঞ্জ করতে পারে?

বাই ডিফল্ট গ্রুপের যে কোনো সদস্যই গ্রুপ নেম চেঞ্জ করতে পারেন। তবে গ্রুপ অ্যাডমিনরা চাইলে এই সংক্রান্ত সেটিংস পরিবর্তন করতে পারেন।

একটি গ্রুপের নাম পরিবর্তনের কি কোনো লিমিট আছে?

যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম যতবার ইচ্ছা পরিবর্তন করা যায়। অর্থাৎ যতক্ষণ অ্যাডমিনরা বিষয়টি সমর্থন করছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here