হোয়াটস‌অ্যাপ গ্রুপ অ্যাডমিনের ওপর কোনো জোকস বানানো যাবে না, হোয়াটস‌অ্যাপ দিল এই বিশেষ ক্ষমতা

ভারতে সবচেয়ে বেশী ব‍্যবহৃত ইন্স্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ হোয়াটস‌অ্যাপ তাদের ইউজারদের বিশেষ খেয়াল রাখে। চ‍্যাটিং ও অন‍্যান‍্য ফিচার যাতে আর‌ও আকর্ষক ও উন্নত হয়ে ওঠে তাই প্রায়‌ই হোয়াটস‌অ্যাপ নতুন নতুন আপডেট নিয়ে আসে। এইবার “গ্রুপ সেটিংস” একটু বদল এনে নতুন আপডেট আনা হয়েছে। এই নতুন আপডেটে শুধুমাত্র গ্রুপ ইন্টারফেস উন্নত হয়নি বরং গ্রুপ অ্যাডমিনের হাতে নতুন কিছু ক্ষমতা এসেছে। হোয়াটস‌অ্যাপের তরফ থেকে এই আপডেট অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ক্ষেত্রে প্রযোজ্য, যা পুরো দেশে পাওয়া যাচ্ছে। জেনে নেওয়া যাক হোয়াটস‌অ্যাপের এই নতুন আপডেট সম্পর্কে।

গ্রুপ ডেসক্রিপশন
হোয়াটস‌অ্যাপ গ্রুপের নাম তো সবাই রাখে। প্রত‍্যেকে “ফ্রেন্ডস ফরেভার” বা “সুইট ফ‍্যামিলি” এমন কোনো না কোনো গ্রুপে যুক্ত থাকে। আবার কিছু গ্রুপ এমন‌ও হয় যার নাম কারুর সামনে বলা যায় না। নতুন আপডেটে প্রতিটি গ্রুপকে নতুন পরিচয় দেওয়া হয়েছে। এখন নামের সাথে ডেসক্রিপশন‌ও যোগ করা যাবে। ডেসক্রিপশনে গ্রুপ বানানোর কারণ, গ্রুপের নিয়ম ইত‍্যাদি লেখা যাবে। যখন‌ই কোনো নতুন মেম্বারকে জয়েন করা হবে সবার ওপরে এই ডেসক্রিপশন পাবে।

অ্যাডমিন কনট্রোল
হোয়াটস‌অ্যাপ গ্রুপ অ্যাডমিনের ওপর প্রায়‌ই জোকস লেখা হয়ে থাকে। বন্ধুদের বা পারিবারিক গ্রুপ হলে তো কোনো কথাই নেই। কেউ কখন‌ও গ্রুপ ফোটো পাল্টে দেয় আবার কেউ ইচ্ছে মত নাম পাল্টে দেয়। নতুন আপডেটের পর অ্যাডমিন চাইলে মেম্বারদের এইসব গ্রুপ ইনফো চেঞ্জ করা থেকে আটকাতে পারবে। একমাত্র অ্যাডমিন সিদ্ধান্ত নিতে পারবে যে কে এইসব বদল করতে পারবে আর কে পারবে না।

গ্রুপ ক‍্যাচ আপ
আপনি কাজে ব‍্যস্ত আছেন অথচ গ্রুপে আড্ডা চলছে। যতক্ষণে আপনি কাজ শেষ করে আসবেন ততক্ষণে অনেক আনরিড ম‍্যাসেজ জমে যাবে। তখন বেকার ম‍্যাসেজ পড়তেও সময় নষ্ট করতে হয়। নতুন আপডেটের পর আপনার যে ম‍্যাসেজে কেউ রিপ্লাই করেছে বা আপনাকে উল্লেখ করেছে তা আলাদাভাবে দেখিয়ে দেবে। গ্রুপ ওপেন করলে ওপরে ডানদিকে @ চিহ্ন দেখাবে এবং এতে ক্লিক করলে সেইসব ম‍্যাসেজ পড়া যাবে।

পার্টিসিপেন্ট সার্চ
গ্রুপের লম্বা লিস্ট থেকে কোনো একজন মেম্বারকে খুজে বের করতে এই ফিচার সাহায‍্য করবে। গ্রুপ ইনফো থেকে খুব সহজে যে কোনো মেম্বারকে খুজে পাওয়া যাবে। কোনো মেম্বারকে অ্যাডমিন বানাতে বা অ্যাডমিনকে পদ থেকে সরাতে এই ফিচার সাহায‍্য করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here