Apple iPhone থেকে সরে যাচ্ছে Whatsapp! কি হবে 15মে এর পরে?

WhatsApp এর নতুন Terms and Privacy Policy বছরের শুরুর দিক থেকেই চর্চায় ছিল। প্রায় 4মাস পর্যন্ত নোটিফিকেশন দেওয়ার পরে কাল অর্থাৎ 15ই মে থেকে নতুন ‘টার্ম এন্ড কন্ডিশন’ শুরু হয়ে যাবে আর কোম্পানি এখন তারিখ এগানোর মুডে একদমই নেই। সব চর্চার মধ্যে এই একটি কথাও বেরিয়ে এসেছে যে হোয়াটস‍অ্যাপ এর নতুন পলিসি Apple এর পলিসি এর সাথে মিল হয় না আর বিশ্ব জুরে নিজের কঠর নিয়ম এর জন্য জানা অ্যাপেল, কোম্পানির পলিসি এর উলঙ্ঘন করায় Whatsapp কে Apple App Store থেকে সরাতে পারে। হোয়াটস‍অ্যাপ এর এই নতুন পলিসি এর প্রভাব iphone এ পরবেই, আর এই প্রভাব এর কি হবে তার কথা আমরা আগে বলেছি।

কিবলছে Apple App Store guidelines

অ্যাপেল অ্যাপ স্টোর গাইডলাইন অনুযায়ী সব অ্যাপকে নিজের ইউজারদের সব প্রদান করা উচিত যার জন্য তারা টাকা দিয়েছে আর এর জন্য অতিরিক্ত কাজ যেমন সোশ্যাল মিডিয়া‌তে পোস্ট করা, কন্ট‍্যাক্ট আপলোড করা ইত্যাদি করা জরুরি না। এভাবেই অ্যাপের অ্যাক্সেস পাওয়ার জন্য তার ফিচার্স এর ব‍্যবহার করার জন্য ওই অ্যাপের রেটিং বা রিভিউ দেওয়া, ভিডিও দেখা, অ্যাডভারটাইজমেন্ট চালানো, ট্র‍্যাকিং অন করা এবং অন্য অ্যাপের ডাউনলোড করার মতো কাজ বিনা ইউজার এর মর্জি এর না করা অ্যাপেল অ্যাপ স্টোর এর গাইডলাইন এর উলঙ্ঘন হয়।

কি WhatsApp এর নতুন Terms and Privacy Policy

1. প্রাইভেট ম‍্যাসেজ আর কলে থাকবে Whatsapp এবং Facebook এর নজর

বলা হচ্ছে যে হোয়াটস‍অ্যাপ এর নতুন পলিসি লাগু হ‌ওয়ার পরে হোয়াটস‍অ্যাপ আর ফেসবুক এই অ্যাপে হচ্ছে চ‍্যাটিং, ব‍্যক্তিগত ম‍্যাসেজ আর ভয়েস এবং ভিডিও কল‌কে দেখাও যাবে আর পড়তেও পারবেন। কিন্তু হোয়াটস‍অ্যাপ নিজের বয়ানে সরাসরি না জানিয়েছে আর বলেছে যে অ্যাপ বা ফেসবুক দুটোই না ইউজার এর ম‍্যাসেজ কে দেখতে পারে আর কল ও শুনতে পারে না।

2. কোন কন্ট‍্যাক্ট এর সাথে কতক্ষণ কথা হচ্ছে, পুরোটা সেভ থাকবে ‘Call Log’ এ

শোনা যাচ্ছে যে হোয়াটস‍অ্যাপ আর এর মালিক কোম্পানি ফেসবুক এর কাছে নতুন পলিসি এর পরে অধিকার চলে আসবে নিজের ইউজার্সদের পুরো ‘ম‍্যাসেজ এন্ড কল লগ’ নিজের কাছে সেভ করতে পারবে। WhatsApp বলেছে যে এই রকমের কোনো লগ নিজের সার্ভারে রাখবে না যার মধ্যে কে কার সাথে কথা বলে এবং কার সাথে কল করে।

3. ট্র‍্যাক হবে Location

ফোনে হোয়াটস‍অ্যাপ ব‍্যবহার করা লোকরা যেখানে-যেখানে যাবে সেখানে‌র লোকেশন হোয়‍্যাটস‌অ্যাপ ট্র‍্যাক করতে থাকবে আর কোম্পানি প্রত‍্যেক সময় জানতে পারবে আপনি কোন সময় কোথায় ছিলেন। কিন্তু হোয়‍্যাটস‌অ্যাপের কথা হল যে Whatsapp এবং Facebook দূটোর মধ্যে কেউই নিজের ইউজারদের শেয়ার করা লোকেশন দেখতে পারে না। অর্থাৎ তারা জানতে পারবে না যে ইউজার্স কোথায় আছে।

4. হোয়াটস‍অ্যাপ ফোনের Contact ফেসবুক এর সাথে হবে Share

হোয়াটস‍অ্যাপ এ একাউন্ট বানাতে আর সেটি চালানোর জন‍্য ফোন নাম্বার জরুরি আর এর সাথেই ফোনবুক অর্থাৎ কন্ট‍্যাক্ট লিস্টের ফুল অ্যাক্সেস‌ও হোয়াটস‍অ্যাপ‌কে দেওয়া হয়। এরকম অবস্থায় হোয়াটস‍অ্যাপ এর ইউজার্সদের ফোনে সেভ করা সব নাম্বার কে দেখা আর পড়তে পারবে আর সেটি ফেসবুক এর সাথেও শেয়ার করতে পারবে। কিন্তু ইউজার্সদের বোঝানোর জন্য Whatsapp বলেছে যে ইউজার্সদের কোনো কন্ট‍্যাক্ট Facebook এর সাথে শেয়ার করা হবে না।

5. Group Private ও বাচতে পারবে না

বন্ধু হোক, অফিস হোক বা পরিবার সব লোকদের নিজেদের গ্রুপ থাকে যার মধ্যে গল্প করা বা টাইমপাস থেকে শুরু করে কাজের জরুরি কথা‌ও করা হয়। হোয়াটস‍অ্যাপ ইউজার্সদের মধ্যে শোনা যায় যে অ্যাপের নতুন পলিসি‌তে এই গ্রুপকে সার্বজনীন করা যেতে পারে। আবার অন‍্যদিকে Whatsapp বলছে যে এরকম হবে না আর সবরকম ভাবেই গ্রুপ প্রাইভেট থাকবে।

আপাতত WhatsApp নিজের দিক থেকে পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছে যে এর নতুন টার্ম এন্ড প্রাইভেসি পলিসি তে কি থাকবে আর কি থাকবে না। আবার অন‍্যদিকে হোয়াটস‍অ্যাপ পরিস্কার জানিয়ে দিয়েছে যে 15 মে পর্যন্ত এই টার্ম এন্ড কন্ডিশন না মানা ইউজার এর হোয়াটস‍অ্যাপ ইউজ লিমিটেড করে দেওয়া হবে আর অনেক পরিষেবা আর ফিচার্স তার থেকে নিয়ে নেওয়া হবে। এভাবেই কিছুদিন পরে এরকম ইউজার্সদের Whatsapp অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। WhatsApp এর নতী Terms and Privacy Policy না মানলে 15 মে এর পরে কি কি বদলে যাবে, তার পুরো ডিটেইল জানার জন্য (এখানে ক্লিক করুন)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here