WhatsApp Tips and Trick : জরুরী টিপস শেয়ার করে ফাদার্স ডেতে বাড়িয়ে দিন বাবা-মায়ের অনলাইন সেফ্টি

WhatsApp Tips and Trick : টেকনোলজি আমাদের লাইফ স্টাইলকে সম্পূর্ণ ভাবে বদলে দিয়েছে। হোয়াটসঅ্যাপ আমদের জীবনের সাথে এমন ভাবে জড়িত, যে এটা ছাড়া দিনের শুরু কল্পনাও করা যায় না। হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে‌ই শুরু হয় আমাদের সকাল। আমাদের সবার হোয়াটসঅ্যাপ ইনবক্সে বাবা, মা এবং ফ্যামিলি মেম্বারের গ্রুপ মেসেজ সাধারণত থাকেই। টেকনোলজির এই দুনিয়া যতো আকর্ষণীয়, ঠিক ততোটাই ইনফরমেটিভ‌ও। এমতাবস্থায় আপনার উচিত, যে আপনার মা বাবার কাছে সব রকম খবর পৌছানোর পাশাপাশি, তাদের অনলাইন নিরাপত্তা করাটাও আপনার‌ই দায়িত্ব। এই ফাদার্স -ডেতে আপনার বাবা মায়ের টেকনোলজির গ্যাপ পূরন করার সঙ্গে, তাদের অনলাইন নিরাপত্তা নিয়ে সচেতন করুন। এই আর্টিকেলে হোয়াটসঅ্যাপের কিছু টিপস শেয়ার করা হয়েছে, যেগুলি অনলাইন নিরাপত্তার জন্য বেস্ট টুলস।

WhatsApp Tips and Trick

ফ্যাক্ট চেক

ভারতে বর্তমান সময়ে 10টি ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন আছে, যারা হোয়াটসঅ্যাপ উইজারদের সঠিক উপায়ে ব্যবহার শেখানো, সমীক্ষা করা, সতর্ক করার সাথে নিজের প্লাটফর্মে ভুল সূচনার প্রসার রুখতে সাহায্য করে। এর সাথে হোয়াটসঅ্যাপ ইউজাররা Poynter ইনস্টিটিউটের IFCN হোয়াটসঅ্যাপ চ্যাটবোটের মাধ্যমে পাওয়া মেসেজ বা অন্য তথ্যের সম্পর্কে সতর্ক করে। এমতাবস্থায় আপনি আপনার বাবার হোয়াটসঅ্যাপে পাওয়া মেসেজ ভেরিফাই করার জন্য প্রেরিত করতে পারেন, যাতে আপনার বাবার কাছে সব রকম খবর উপলব্ধ হয়।

টু-স্টেপ ভেরিফিকেশন করুন এনাবেল

WhatsApp নিজের উইজারদের এক্সট্রা সিকিউরিটি দেওয়ার জন্য টু-স্টেপ ভেরিফিকেশন ফিচার প্রদান করেছে। এই ফিচার এনাবেল করার পরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রিওপেন করার জন্য ছয় অঙ্কের পিনের দরকার হয়। এই ফিচার তখন বেশি প্রয়োজন হয়, যখন ফোন বা সিমের সাথে কেউ ভুল কিছু করতে চায়।

অপ্রয়োজনীয় কন্ট্যাক্ট করুন ব্লক

আপনার ফোনে আসা অপ্রয়োজনীয় এসএমএস ব্লক করতে পারবেন না, কিন্তু হোয়াটসঅ্যাপে এইরকম কিছু অপ্রয়োজনীয় কন্ট্যাক্ট আপনি ব্লক করতে পারবেন। আমরা আমাদের বাবা-মাদেরকে এমন কিছু কন্ট‍্যাক্ট নাম্বার রিপোর্ট করতে বলতে পারি। এর সাথে হোয়াটসঅ্যাপ এখন উইজারদের মেসেজের সত্যতা যাচাই করার জন্য রিপোর্টের বিকল্প অপশন‌ও দিচ্ছে। এই অপশনের মাধ্যমে এই আপত্তিজনক মেসেজ সরকারি পরীক্ষন এজেন্সি অথবা আইন প্রবর্তন এজেন্সিদের সাথে শেয়ার করতে পারবেন।

খেয়াল রাখুন প্রাইভেসির

হোয়াটসঅ্যাপের ডিস‍্যাপিয়ারিং ম‍্যাসেজের মাধ্যমে গ্রুপ বা কোনো কন্ট্যাক্টককে পাঠানো মেসেজ, ফোটো, ভিডিও শুধুমাত্র একবার দেখার জন্য পাঠানো যায়। এই ফিচারের দ্বারা ইউজাররা হোয়াটসঅ্যাপ প্রাইভেসি সুরক্ষিত করতে পারে। এর সাথে হোয়াটসঅ্যাপ ইউজাররা প্রোফাইল ফোটো, লাস্ট সিন, স্ট্যাটাস কে দেখতে পারবে বা কে দেখতে পারবে না, সেটি কন্ট্রোল করতে পারবে।

অনলাইন শেয়ারে কন্ট্রোল

টেকনোলজি বাড়ার সাথে সাথে আপনার এটা দেখা প্রয়োজন, যে আপনার মা-বাবা কি রকম জিনিস শেয়ার করছে। আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন ইন্টারনেটে নিজেদের ফোন নাম্বার, পাসওয়ার্ড, ক্রেডিট বা ডেবিট কার্ডের পিন বা এরকম দরকারি কোনো তথ্য যেনো শেয়ার না করে।

যেন না করে অন্ধবিশ্বাস

ইন্টারনেটের দুনিয়া তথ্য, সাইবার ক্রাইম এবং বিশ্বাসঘাতক লোকে ভরে আছে। আননোন নম্বর থেকে অফার, ক্যাশ প্রাইস, টুর অফার এইসব সারাদিন আমাদের কাছে মেসেজ বা ফোন আসতেই থাকে। বেশিরভাগ সময় ওই মেসেজের মাধ্যমে কোনো লিংক বা ভাইরাস পাঠানো হয়, যেগুলি আমাদের প্রাইভেসির জন্য একেবারেই ভালো না। এই অবস্থায় আমাদের বাবা-মায়ের সাথে কথা বলে এই বিষয়ে সচেতন করা উচিত, যে তারা যেন এরকম কোনো লিংকে ক্লিক না করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here