লিক হল Samsung Galaxy S21 FE 5G Snapdragon 888 মডেলের রিটেইল বক্স, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

  • 8GB RAM ভেরিয়েন্টের বক্স ইমেজ সামনে এসেছে।
  • বক্সের ডিটেইলস অনুযায়ী এই ফোনের দাম হবে 74,999 টাকা।
  • ছবি অনুযায়ী এই মোবাইলটি জুন মাসে তৈরি করা হয়েছে।

2022 সালে Samsung ভারতে S21 সিরিজের ফ্যান এডিশন মোবাইল Exynos প্রসেসর সহ লঞ্চ করেছিল। এখন এই ফোনের Snapdragon 888 চিপসেট মডেলটি মার্কেটে আসতে চলেছে। কোম্পানি সম্প্রতি এই স্মার্টফোনের লঞ্চের ঘোষণা করেছে, তবে লঞ্চের আগেই ডিভাইসটির বক্সের ছবি প্রকাশিত হয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের বক্সে দেওয়া ডিটেইলস, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: realme narzo 60 5G-এর সেরা 5 প্রতিদ্বন্দ্বী, দেখে নিন স্মার্টফোনের তালিকা

Samsung Galaxy S21 FE 5G বক্সের ছবি লিক

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে টিপস্টার অভিষেক যাদব এই ফোনের বক্সের ছবি শেয়ার করেছেন।

  • মোবাইল বক্সের ছবি অনুযায়ী এই ডিভাইসটিতে Snapdragon 888 চিপসেট আছে বলে জানা গেছে।
  • বক্সের উপরে 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের তথ্য দেওয়া হয়েছে।
  • বক্সে দেখা গেছে যে এই মোবাইলটি জুন মাসে তৈরি করা হয়েছে।
  • বক্সে প্রকাশিত দাম অনুযায়ী এই স্মার্টফোনটি 74,999 টাকা দামে লঞ্চ হবে।
  • এছাড়াও বক্সে এই স্মার্টফোনটি ছাড়াও ইউজার ম্যানুয়াল, ডেটা কেবল, বক্স ইজেকশন পিন থাকবে বলে জানা গেছে।

Samsung Galaxy S21 FE 5G ফোনের দাম (লিক)

যদিও বক্স ইমেজে এই ফোনের দাম অনেক বেশি দেখা গেছে তবে ভারতে এই ফোনটি আরও কম দামে লঞ্চ হবে। সূত্র অনুযায়ী, আমরা জানতে পেরেছি যে Samsung Galaxy S21 FE ফোনটি 49,999 টাকা দামে লঞ্চ করা হবে। একই সঙ্গে অনুমান করা হচ্ছে যে ডিভাইসটি এই মাসেই লঞ্চ হবে। আরও পড়ুন: নম্বর পোর্টেবিলিটির যুগে ‘Only Jio Sim’ ফোনের ফাঁদ ফেলছেন আম্বানি, আপনার কী মত?

Samsung Galaxy S21 FE ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই Samsung ফোনটিতে একটি 6.4-ইঞ্চি Full HD + ডাইনামিক AMOLED ডিসপ্লে রয়েছে। যার মধ্যে 120Hz রিফ্রেশরেট এবং হাই রেজলিউশন রয়েছে।
  • প্রসেসর: এই ফোনটিতে একটি অক্টাকোর Exynos 2100 প্রসেসর রয়েছে যা এখন পরিবর্তিত হয়ে Snapdragon 888 হতে চলেছে।
  • স্টোরেজ: এই ডিভাইসটি 8GB RAM+256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ মার্কেটে আসবে।
  • ব্যাটারি: এই ফোনে একটি 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • ক্যামেরা: এই ফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। যার মধ্যে 12 মেগাপিক্সেল প্রাইমারি, 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8MP অন্যান্য লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • অন্যান্য: এই ডিভাইসে ডুয়াল সিম 5G, 4G, ব্লুটুথ NFC এর মতো ফিচারগুলি রয়েছে ৷
  • OS: এই মোবাইলটি Android 12 এ রান করে। তবে নতুন ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েডের ওপর বেস করে রান করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here