কোন ফিল্ম চলছে থিয়েটারে? দেখে নিন সম্পূর্ণ তালিকা (October 2023)

বিনোদনের জগতে এই বছর অর্থাৎ 2023 সাল খুব একটা খারাপ যায়নি। সম্প্রতি লঞ্চ করা দক্ষিণ ভারতীয় মুভিগুলির পাশাপাশি বলিউডের ফিল্মগুলিও দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করছে। আপনাদের সুবিধার জন্য এই পোস্টে বর্তমানে সিনেমাহলে চলমান মুভির লিস্ট জারি করা হল। চলুন দেখে নেওয়া যাক…

Cinema Halls-এ চলছে এইসব সিনেমা

Mission Raniganj

এই ফিল্মটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। দর্শকদের জন্য এই ফিল্মটি একটি সুন্দর উপহার হতে চলেছে। অক্ষয় কুমার এবং পরিনিতি চোপড়া অভিনীত এই মুভি গত 6 অক্টোবর সিনেমা হলে রিলিজ করেছে।

  • রিলিজ ডেট: 6 অক্টোবর, 2023
  • স্টার কাস্ট: অক্ষয় কুমার, পরিনিতি চোপড়া, দিব্যেন্দু ভট্টাচার্য, কুমুদ, রাজেশ শর্মা
  • ভাষা: হিন্দি

The Exorcist: Believer

এই বছরের সবচেয়ে হরর ফিল্ম ‘দা এক্সরসিস্ট বিলিভার’ এই মাসেই লঞ্চ হয়েছে। গত 6 অক্টোবর ভারতীয় সিনেমা হলে লঞ্চ হয়েছে এই মুভি। ট্রেলার দেখে মনে করা হচ্ছে ‘দা এক্সরসিস্ট বিলিভার’ মুভিটি দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করবে।

  • রিলিজ ডেট: 6 অক্টোবর, 2023
  • স্টার কাস্ট: Ellen Burstyn, Leslie Odom Jr., Lidya Jewett
  • ভাষা: ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু
  • IMDb রেটিং: 5.2

800 The Movie

শ্রীলঙ্কার অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার এবং স্পিনার মুথাইয়া মুরলিধরনের জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ‘800 দা মুভি’ এই ফিল্ম নিয়ে দর্শকরা যথেষ্ট উৎসাহিত হয়ে রয়েছে। এই ফিল্মে মুথাইয়ার সংঘর্ষ এবং যন্ত্রণাময় জীবনের কিছু অজানা দিক দেখানো হয়েছে। ফ্যানরা ট্রেলার দেখে মধুর মিত্তলের প্রশংসা করছেন।

  • রিলিজ ডেট: 6 অক্টোবর, 2023
  • স্টার কাস্ট: মধুর মিত্তল
  • ভাষা: হিন্দি, তামিল, তেলেগু

Fukrey 3

  • রিলিজ ডেট: 28 সেপ্টেম্বর, 2023
  • স্টার কাস্ট: পুলকিত স্ম্রাত, বরুণ শর্মা, মনজোত সিংহ
  • ভাষা: হিন্দি
  • IMDb রেটিং: 8.2

The Great Indian Family

যশ রাজ ফিল্মের লেটেস্ট ফিল্ম ‘The Great Indian Family’। এই ফিল্মে বিক্কি কৌশল এবং মানুষি ছিল্লার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এটি YRF এর এই বছরের দ্বিতীয় মুভি এবং দর্শকরা দীর্ঘদিন ধরে এর জন্য অপেক্ষা করছিলেন।

  • রিলিজ ডেট: 28 সেপ্টেম্বর, 2023
  • স্টার কাস্ট: বিক্কি কৌশল, মানুষি ছিল্লার, ম্নজ পাহবা
  • ভাষা: হিন্দি
  • IMDb রেটিং: 7.6

Jawan

Shah Rukh Khan অভিনীত ফিল্ম Jawan এর জন্য দর্শকরা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছিলেন। গত 7 সেপ্টেম্বর সিনেমা হলে এই ফিল্ম রিলিজ করেছে। এই মুভির লাস্ট ট্রেলার রিলিজ করেছিল 31 আগস্ট।

  • রিলিজ ডেট: 7 সেপ্টেম্বর, 2023
  • স্টার কাস্ট: শাহ রুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি
  • ভাষা: হিন্দি, তামিল, তেলেগু
  • IMDB রেটিং: 8.6
          ফিল্ম
রিলিজ ডেট               ভাষা
Mission Raniganj6 অক্টোবর, 2023হিন্দি
The Exorcist: Believer6 অক্টোবর, 2023ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু
800 The Movie6 অক্টোবর, 2023হিন্দি, তামিল, তেলেগু
Fukrey 328 সেপ্টেম্বর, 2023হিন্দি
The Great Indian Family22 সেপ্টেম্বর, 2023হিন্দি
Jawan7 সেপ্টেম্বর, 2023হিন্দি, তামিল, তেলেগু

 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here