কেন কিনবেন না রেডমি নোট 5 প্রো, জেনে নিন কারণ

ফেব্রুয়ারি মাসে শাওমি ভারতে রেডমি নোট লঞ্চ করে। লঞ্চ হ‌ওয়ার প্রায় 3 মাস পরেও দাম কমার বদলে বেড়েই চলেছে। অফলাইন স্টোরে চট করে পাওয়া যায় না, আর অনলাইন স্টোরে তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায়। এখনো অনেক গ্রাহক ফোনটি নেওয়ার আশায় বসে আছে। তাই বলা যেতে পারে আপনি যদি এখনো রেডমি নোট 5 প্রো নিতে চান তাহলে ভুল করছেন। হয়তো শুনে অবাক হচ্ছেন কিন্তু আমরা 3টে কারণ দেখিয়েছি কেন রেডমি নোট 5 প্রো কিনবেন না।

1. দাম বেড়েছে

শাওমি রেডমি নোট 5 প্রোর দুটি মডেল ভারতে লঞ্চ করে। একটি 4 জিবি র‍্যাম ও অপরটি 6 জিবি র‍্যাম যুক্ত। দুটি।মডেলেই 64 জিবি ইন্টারনাল মেমরি আছে। 4 জিবি র‍্যাম ফোনটির দাম লঞ্চের সময় ছিল 13,999 টাকা এবং এই মডেলটির চাহিদাই বেশি। কিন্তু এখন কোম্পানি ফোনটির দাম 1,000 টাকা বাড়িয়ে দিয়েছে। এখন ফোনটির দাম 14,999 টাকা যা গ্রাহকদের জন্য একটু দামি। সাধারণত দেখা যায় ফোন লঞ্চের বেশ কিছু দিন পর ফোনের দাম কমে যায়, কিন্তু রেডমি নোট 5 প্রোর দাম বাড়িয়ে দিয়েছে।

যখন ফোনটির দাম বাড়ানো হয় তখন অবশ্য কোনো অপশন ছিল না। এখন আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম1-এর ক‍্যামেরা রেডমি নোট 5 প্রোর থেকে কমজোর হলেও বেশি ব‍্যাটারী ব‍্যাক‌আপের সঙ্গে আরও 4,000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।

2. পাওয়া যাবে দেরি করে

4 মে রেডমি নোট 5 প্রোর প্রি-অর্ডার বুকিং চালু হলেও এখনো পর্যন্ত ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। কয়েক দিন আগে কোম্পানির তরফ থেকে জানানো হয় ফোনটির প্রোডাকশন বাড়ানো হয়েছে এবং আগামী 2 থেকে 4 সপ্তাহের মধ্যে বাজারে সুলভ হবে। অর্থাৎ আপনি যদি ফোনটি কিনতে চান তবে এখনো আপনাকে এক মাস অপেক্ষা করতে হবে‌।

3. ভারতে শাওমি এম‌আই এ2 ভারতে লঞ্চ হতে চলেছে

গত মাসে শাওমি চীনে এম‌আই 6এক্স লঞ্চ করে। এই ফোনটি ভারতসহ অন‍্যান‍্য দেশে এম‌আই এ2 নামে বিক্রি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here