Xiaomi 11 Lite NE, Mi 11X এবং Mi 11X Pro স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 9,000 টাকা পর্যন্ত অসাধারণ ডিসকাউন্ট

অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Amazon India সাইটে Xiaomi Mi 11X Pro, Mi 11X এবং Xiaomi 11 Lite NE স্মার্টফোনে অসাধারণ ডিসকাউন্ট অফার দেওয়া হয়েছে। শাওমির তিনটি স্মার্টফোনে কার্ড ডিসকাউন্ট এবং শপিং প্ল‍্যাটফর্মের পক্ষ থেকে এডিশনাল এক্সচেঞ্জ ডিসকাউন্ট অফার পেশ করা হয়েছে। Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনটিকে কোম্পানির পক্ষ থেকে সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। আবার Xiaomi Mi 11X এবং Mi 11X Pro স্মার্টফোনটিকে কোম্পানি এপ্রিল মাসে লঞ্চ করেছিল। এই আর্টিকেলে আমরা আপনাকে শাওমির তিনটি স্মার্টফোনে‌র ডিসকাউন্টের সম্পর্কে ডিটেইলে বলতে চলেছি।

আরও পড়ুন: Free তে করুন Jio তে নাম্বার পোর্ট, জেনে নিন 2টি সবচেয়ে সহজ পদ্ধতি

Xiaomi 11 Lite NE, Mi 11X, Mi 11X Pro : অফার

Xiaomi 11 Lite NE স্মার্টফোনে‌র 6GB ভেরিয়েন্টটিকে 26,999 টাকা এবং 8GB ভেরিয়েন্টটিকে 28,999 টাকা দামে পেশ করা হয়েছে। Amazon India প্ল‍্যাটফর্মে বায়ার্সরা ICICI ব‍্যাঙ্কের ক্রেডিট কার্ডে 4,000 টাকার ইন্সট‍্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এর সাথেই বায়ার্সরা এক্সচেঞ্জ অফার হিসেবে 5,000 টাকার এডিশনাল ডিসকাউন্ট পাবে।

Xiaomi Mi 11X স্মার্টফোনে‌র কথা বলা হলে এই ফোনটির 6GB ভেরিয়েন্টের দাম 27,999 টাকা এবং 8GB ভেরিয়েন্টের দাম 29,999 টাকা। Xiaomi 11 Lite NE স্মার্টফোনটি‌র মতোই এই স্মার্টফোনে‌ও ICICI ব‍্যাঙ্ক ক্রেডিট কার্ডে 4,000 টাকার ইন্সট‍্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এর সাথেই এই ফোনেও 5,000 টাকার এডিশনাল ডিসকাউন্ট পাওয়া যাবে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Infinix InBook X1 সিরিজের তিনটি ল‍্যাপটপ, জেনে নিন দাম এবং ফিচার

শাওমির র ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Mi 11X Pro এর 8GB +128GB ভেরিয়েন্টটির দাম 36,999 টাকা এবং 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 41,999 টাকা। শাওমির এই স্মার্টফোনে ICICI ব‍্যাঙ্কের ক্রেডিট কার্ডে 2,500 টাকার ইন্সট‍্যান্ট ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে।

Xiaomi 11 Lite NE, Mi 11X, Mi 11X Pro : স্পেসিফিকেশন্স

Xiaomi 11 Lite NE স্মার্টফোনটি কোম্পানির পাতলা এবং হাল্কা স্মার্টফোন, এর মোটাই 6 8mm এবং ওজন 158 গ্রাম। এই ফোনটিতে 90Hz রিফ্রেশরেটের 6.55-ইঞ্চির 10-bit FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। শাওমির এই ফোনে Snapdragon 778G SoC দেওয়া হয়েছে। শাওমির এই স্মার্টফোনে 64MP এর প্রাইমারি ক‍্যামেরা, 20MP সেল্ফি ক‍্যামেরা এবং 4250mAh এর ব‍্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইন্ডিয়াতে 50 হাজার কোটি টাকার বাজেট পার করতে চলেছে Online Gaming এর বাজার! কতটা প্রভাব পড়তে চলেছে আপনার পরিবারে? জেনে নিন ডিটেইলস

Xiaomi Mi 11X স্মার্টফোনটিকে Snapdragon 870 এবং E4 AMOLED স্ক্রিনের সাথে পেশ করা হয়েছে। এই ডিসপ্লে‌র রিফ্রেশরেট 120Hz। Mi 11X স্মার্টফোনে প্রাইমারি ক‍্যামেরা 48MP এর দেওয়া হয়েছে। আবার ফোনটিতে 20MP এর সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 4,520mAh এর ব‍্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Xiaomi Mi 11X Pro স্মার্টফোনটিতে Snapdragon 888 চিপসেট এবং 108MP প্রাইমারি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here