2024 সালের অক্টোবর মাসে Xiaomi 15 সিরিজ চীনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট সহ লঞ্চ করা হয়েছিল। এই সিরিজের অধীনে Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোনগুলি রয়েছে। MWC 2025 ইভেন্টের মাধ্যমে শীঘ্রই গ্লোবাল মার্কেটে ফ্ল্যাগশিপ Xiaomi 15 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। 3 মার্চ থেকে 6 মার্চের মধ্যে এই ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে অফিসিয়াল ঘোষণার আগেই আপকামিং ভ্যানিলা মডেলের স্টোরেজ ও কালার অপশন সম্পর্কে তথ্য অনলাইনের মাধ্যমে প্রকাশ্যে এসেছে।
Xiaomi 15 এর কালার (লিক)
- এক্সপার্টপিকের রিপোর্ট অনুযায়ী Xiaomi 15 ফোনটির গ্লোবাল ভেরিয়েন্ট দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। এতে 12GB + 256GB এবং 12GB + 512GB স্টোরেজ অপশন রয়েছে।
- এছাড়া চীনের মডেলে 16GB + 512GB এবং 16GB + 1TB মডেলও রয়েছে।
- এই ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন কালার অপশনে পেশ করা হবে। চীনের ফ্ল্যাগশিপ লাইল্যাক পার্পল এবং ব্রাইট সিলভার কালার অপশনে লঞ্চ করা হয়েছিল।
এখনও পর্যন্ত রিপোর্টের মাধ্যমে আপকামিং ফোনের হার্ডওয়্যার সম্পর্কে জানানো হয়নি, তবে আপকামিং ফোনটি চীনের মডেলের মতো হবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi 15 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Xiaomi 15 ফোনে 6.36-ইঞ্চির 1.5K FHD+ OLED LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3200nits ব্রাইটনেস, DC ডিমিং এবং HDR10+ সাপোর্ট করে।
- প্রসেসর: Xiaomi 15 ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ বিশ্বের প্রথম স্মার্টফোন। আগের মডেলের স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেটের তুলনায় আপগ্রেডেড। গ্রাফিক্সের জন্য Xiaomi 15 ফোনে Adreno 830 GPU যোগ করা হয়েছে।
- ক্যামেরা: Xiaomi 15 ফোনে সেটআপে 50MP (LYT 900) OIS প্রাইমারি সেন্সর, 50MP (Samsung S5KJN1) আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP (Samsung S5KJN5) টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 32MP OmniVision OV32B40 সেলফি ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: Xiaomi 15 ফোনের পাওয়ার ব্যাকআপের জন্য 90W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,400mAh দেওয়া হয়েছে। তবে আগের Xiaomi 14 মডেলে 4,610mAh ব্যাটারি ছিল।
- অন্যান্য: এই ফোনটিতে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, হাই-রেজ অডিও, স্টিরিও স্পিকার এবং ইনফ্রারেড সেন্সর রয়েছে।
চীনের Xiaomi 15 ফোনের ভ্যানিলা মডেলে 12GB/256GB স্টোরেজ অপশন CNY 4,499 (অর্থাৎ প্রায় 53,500 টাকা) দাম থেকে শুরু হবে। তবে 12GB/512GB স্টোরেজ অপশনের দাম CNY 4,799 (অর্থাৎ প্রায় 57,100 টাকা) রাখা হয়েছে।
ফোনটি ভারতীয় বাজারেও লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল, তবে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ টাইমলাইন জানানো হয়নি। এই ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ হওয়ার পরেই ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। গত বছর মার্চ মাসে ফোনটি 69,999 টাকা দামে ভারতে লঞ্চ হওয়া, আগের Xiaomi 14 মডেলের মতো হবে বলে মনে করা হচ্ছে।