আগামী কয়েক মাসের মধ্যে শাওমি তাদের নাম্বার সিরিজের ফোন পেশ করতে চলেছে। প্রথমে এই সিরিজের Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোন হোম মার্কেট চীনে লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোন দুটি এই বছরের অক্টোবার মাসে স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেট সহ বিশ্বের প্রথম ফোন হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে আসা লিক মাধ্যমে টিপস্টার প্রো মডেলের ডিজাইন এবং স্পেসিফিকেশনের পরিবর্তন সম্পর্কে জানিয়ে দিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইল সম্পর্কে।
Xiaomi 15 Pro এর স্পেসিফিকেশন এবং ডিজাইন (লিক)
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে Xiaomi 15 Pro স্মার্টফোন সম্পর্কে জানিয়েছে।
- লিক অনুযায়ী আপকামিং Xiaomi 15 Pro স্মার্টফোনের ব্যাক প্যানেলের ওপরে বাদিকের কর্নারে চৌক ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। একইসঙ্গে ফ্ল্যাশ লাইট আগের মডেলের থেকে আলাদাভাবে ক্যামেরা মডিউলার বাইরে রাখা হতে পারে।
- এই ফোনে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 50-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে বলে জানা গেছে।
- এই ফোনে একটি গোলাকার সারাউন্ড ডিজাইনের ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে।
- জানিয়ে রাখি Xiaomi 14 Pro স্মার্টফোনে আলট্রা ওয়াইড এবং পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার জন্য স্যামসাঙ JN1 50-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। তবে Xiaomi 15 Pro ফোনে আলাদা লেন্স যোগ করা হতে পারে।
Xiaomi 15 সিরিজের স্পেসিফিকেশন (আগের লিক)
- Xiaomi 15 স্মার্টফোনে 6.36 ইঞ্চির ফ্ল্যাট এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। কোম্পানি সিকিউরিটির জন্য আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
- প্রোটোটাইপ অনুযায়ী Xiaomi 15 Pro ফোনে 2K ম্যাক্রো-কার্ভ ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে।
- প্রসেসিঙের জন্য এই ফোনে Xiaomi 15 এবং Xiaomi 15 Pro দুটি ফোনই কয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 দেওয়া হতে পারে।
- এই চিপসেট 3ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 4.0GHz ক্লক স্পীডে কাজ করবে। এই ফোনটি অক্টোবার মাসে পেশ করা হতে পারে।
- এই সিরিজের দুটি মডেলেই ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে Xiaomi 15 স্মার্টফোনে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
- Xiaomi 15 Pro স্মার্টফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। যা ম্যাক্রো লেন্সের কাজ করে। এছাড়া প্রাইমারি লেন্স Xiaomi 14 Pro ফোনের তুলনায় বড়ো অ্যাপচারযুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।