6100mAh ব্যাটারি, 16GB RAM, স্ন্যাপড্রাগন 8 এলিট চিপ সহ চীনে লঞ্চ হল Xiaomi 15 Pro, জেনে নিন ডিটেইলস

শাওমি তাদের ফ্ল্যাগশিপ নাম্বার সিরিজের অধীনে নতুন স্মার্টফোন চীনে লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোন রয়েছে। এই দুটি মডেলেই আগের তুলনায় আপগ্রেড ডিজাইন এবং ফিচার রয়েছে। আমরা এই পোস্টে 15 Pro স্মার্টফোনটি সম্পর্কে জানাচ্ছি। এই ফোনটিতে 6100mAh ব্যাটারি, 16GB RAM, স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট সহ অসাধারণ স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই Xiaomi 15 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Xiaomi 15 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Xiaomi 15 Pro স্মার্টফোনটিতে 6.73 ইঞ্চির 2K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। অর্থাৎ একটি বড়ো এবং অসাধারণ স্ক্রিন দেওয়া হয়েছে। এতে ব্যাবহার করা স্ক্রিন টেকনোলজির কারণে কালার এবং পিকচার কোয়ালিটি একদম রিয়েল মনে হবে। এই ফোনে 2K রেজোলিউশনের মাধ্যমে ছবি এবং ভিডিও অনেক বেশি পরিষ্কার দেখা যায়। তবে 120Hz রিফ্রেশ রেট থাকার জন্য সব অপশন ভীষণ স্মুথভাবে ব্যাবহার করা যায়। এছাড়াও ফোনটিতে 1000নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর

Xiaomi 15 Pro স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট রয়েছে। এটি এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন প্রসেসর। এর সাহায্যে যেকোনো অ্যাপ বা গেম কোনো সমস্যা ছাড়াই ব্যাবহার করা যাবে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো 830 GPU প্রসেসর দেওয়া হয়েছে। এর ফলে আরও ভালোভাবে গেম খেলা যাবে।

স্টোরেজ

Xiaomi 15 Pro স্মার্টফোনটিতে 16GB LPDDR5x RAM রয়েছে। তবে 1TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর ফলে হাজার হাজার লক্ষ ফটো, ভিডিও এবং হেভি গেমিং অ্যাপ স্টোর করা যাবে।

ক্যামেরা

Xiaomi 15 Pro স্মার্টফোনটিতে এটি 50MP লাইট হান্টার 900 OIS প্রাইমারি রেয়ার ক্যামেরা রয়েছে, যা কম আলোতে অসাধারণ ছবি তুলবে। একইসঙ্গে 50MP স্যামসাঙ JN1 আল্ট্রা ওয়াইড এবং 50MP সনি IMX858 OIS টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

Xiaomi 15 Pro স্মার্টফোনটিতে 90ওয়াট ওয়্যার এবং 50ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6100mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য

Xiaomi 15 Pro স্মার্টফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Xiaomi Longjing Glass 2.0, WiFi 7, ব্লুটুথ ভার্সন 5.4, IP68 রেটিং, NFC, ডুয়েল স্টেরিও স্পিকার এবং X-অ্যাক্সিস লিনিয়ার মোটরের মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

ওএস

Xiaomi 15 Pro স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং HyperOS 2.0 সহ লঞ্চ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন

Xiaomi 15 Pro স্মার্টফোনটির থিকনেস 8.35mm এবং 8.73mm ও এর ওজন 213 এবং 219 গ্রাম রয়েছে।

Xiaomi 15 Pro এর দাম

Xiaomi 15 Pro ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি রক অ্যাশ, হোয়াইট, স্প্রুস গ্রিন এবং ব্রাইট সিলভার এডিশন মতো কালার অপশনে সেল করা হবে। নিচে চীন এবং ভারতীয় দাম জানানো হল।

  • 12GB RAM+256GB স্টোরেজ: CNY 5,299 (অর্থাৎ প্রায় 62,404 টাকা)
  • 16GB RAM+512GB স্টোরেজ: CNY 5,799 (অর্থাৎ প্রায় 68,293 টাকা)
  • 16GB RAM+1TB স্টোরেজ: CNY 6,499 (অর্থাৎ প্রায় 76,536 টাকা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here