সম্প্রতি চীনের বাজারে শাওমি তাদের নতুন Xiaomi 17 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Xiaomi 17, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max তিনটি শক্তিশালী ফোন পেশ করা হয়েছে। এবার এই সিরিজ ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে কনফার্ম জানানো হয়েছে। এখনও পর্যন্ত সিরিজের অধীনে তিনটি মডেলই পেশ করা হবে কি না এই বিষয়ে স্পষ্ট জানানো হয়নি, তবে আগামী কিছু দিনের মধ্যেই ভারতীয় ইউজাররা নতুন ফ্ল্যাগশিপ অপশন পেতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 সিরিজের ডিটেইলস সম্পর্কে।
Xiaomi India এর CMO মাধ্যমে এই নতুন আপডেট পাওয়া গেছে। তিনি জানিয়েছেন Snapdragon Summit ইভেন্ট চলাকালীন Xiaomi 17 মডেলটি দেখানো হয়েছে। জানিয়ে রাখি এই ইভেন্টের মঞ্চে এখনও পর্যন্ত কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর লঞ্চ করা হয়েছে। একই প্রসেসর Xiaomi 17 সিরিজেও রয়েছে। এই তথ্যের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই ভারতের বাজারে Xiaomi 17 সিরিজ লঞ্চ করা হবে।
বর্তমানে ধারনা করা হচ্ছে শুধুমাত্র Xiaomi 17 ফোনটি লঞ্চ করা হবে বা প্রো এবং ম্যাক্স মডেলও পেশ করা হতে পারে। কোম্পানি তাদের ধারা বজায় রেখে ভ্যানিলা মডেলের সঙ্গে আল্ট্রা মডেলও লঞ্চ করতে পারে। তাই শুধুমাত্র ভ্যানিলা 17 মডেল এবং আল্ট্রা মডেল লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। তাই বর্তমানে সঠিক তথ্য জানার জন্য অপেক্ষা করতে হবে। ভারতীয় Xiaomi 17 ফোনে চীনের মডেলের মতো স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 ফোনের ডিটেইলস সম্পর্কে।
Excited to showcase the #Xiaomi17Series powered by the cutting-edge #Snapdragon8EliteGen5 at #SnapdragonSummit coming to India pic.twitter.com/pxVq4IyOFp
— Anuj Sharma (@s_anuj) September 26, 2025
Xiaomi 17 ফোনে 6.3-ইঞ্চির আল্ট্রা-ন্যারো ইকুইল্যাটারাল সুপার-সানলাইট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 3500 নিটস ব্রাইটনেস এবং 120Hz ভ্যারিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির থিকনেস মাত্র 8.06mm পাতলা এবং ওজন 191 গ্রাম। এছাড়াও জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68-69 রেটিং রয়েছে।
প্রসেসিঙের জন্য ফোনটি 3nm ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে অল-বিগ-কোর CPU আর্কিটেকচার রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। Xiaomi 17 ফোনটি Android 16 এবং Xiaomi HyperOS 3 সহ লঞ্চ করা হয়েছে। এটি AI, স্মুথ কানেক্টিভিটি এবং আরও শক্তিশালী ফিচার সহ কাজ করতে সক্ষম।
Xiaomi 17 ফোনটিতে 50MP Leica ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে পাঁচটি ফোকাল লেন্থ (0.7X – f/2.4, 1X – f/1.67, 2X – f/1.67, 2.6X – f/2.0, 5X – f/2.0) সাপোর্ট করে। ফোনটিতে Leica Optics Summilux হাই-স্পীড লেন্স এবং নতুন Light Hunter 950 ইমেজ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে অটোফোকাস এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP আল্ট্রা-সেনসিটিভ ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
যারা পাওয়ারফুল প্রসেসর, হাই-কোয়ালিটি ক্যামেরা এবং বড় ব্যাটারি সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Xiaomi 17 ফোনটি তাদের জন্য দারুণ একটি ফ্ল্যাগশিপ অপশন হতে পারে। এই প্রাইস সেগমেন্টে ফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই ফোনটি ভারতের বাজারে উপস্থিত Samsung Galaxy S25, OnePlus 13 এবং iQOO 13 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। যারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তবে তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষার করতে পারেন। এই ফোনের নতুন আপডেট প্রকাশ্যে এলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










