শাওমির আগামী Redmi K40 ফোনটি সম্পর্কে দীর্ঘদিন ধরেই খবর পাওয়া যাচ্ছে। কয়েক দিন আগেই ইন্টারনেটে এই আগামী রেডমি ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে নতুন লিক পাওয়া গেছে। এবার কোম্পানি এই ফোনটির লঞ্চ ডেট অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। শাওমি চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি পোস্ট করে জানিয়েছে আগামী 25 ফেব্রুয়ারি Redmi K40 লঞ্চ করা হবে। বলা হচ্ছে এই ফোনটি গত বছর ডিসেম্বর মাসে পেশ করা Redmi K30 5G এর আপগ্ৰেডেড ভার্সন হিসেবে লঞ্চ করা হবে।
আরও পড়ুন: ভারতে আসার জন্য প্রস্তুত Realme Narzo 30, শেয়ার হল রিটেইল বক্সের ছবি
বিশ্বের সবচেয়ে ছোট পাঞ্চ হোল
রেডমির জেনারেল ম্যানেজার Lu Weibing চীনের সাইট Weibo তে টীজার পোস্ট করেছেন। টীজারে লু জানিয়েছেন Redmi K40 তে “বিশ্বের সবচেয়ে ছোট পাঞ্চ হোল ডিসপ্লে” দেওয়া হবে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে ওপরের দিকে মাঝ বরাবর কাটআউট থাকবে। পাঞ্চ হোল ডিজাইন ছাড়াও ওয়েইবিং জানিয়েছেন Redmi K40 তে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে।
শক্তিশালী ব্যাটারী লাইফ
টীজে বলা হয়েছে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি শক্তিশালী ব্যাটারীর সঙ্গে লঞ্চ করা হবে। ওয়েইবিং তাঁর ওয়েইবো পোস্টে একটি কমেন্টে ফোনে ডুয়েল স্টেরিও স্পীকার দেওয়ার কথা জানিয়েছেন। তবে ফোনের ব্যাটারী ক্যাপাসিটি সম্পর্কে কিছু জানা যায়নি। এর আগের লিকে বলা হয়েছিল এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী থাকবে।
আরও পড়ুন: 12GB RAM ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে আসছে Black Shark 4 Pro, লিস্টেড হল গুগলে
দুর্দান্ত চিপসেট
মনে করিয়ে দিই গত মাসে ওয়েইবিং Redmi K40 ফোনটি ফেব্রুয়ারি মাসে লঞ্চ করার কথা বলেছিলেন। তিনি একটি ছবি পোস্ট করে এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেট দেওয়ার কথা জানিয়েছিলেন। কিছু রিপোর্টে বলা হয় Redmi K40 সিরিজের ফোনে তিনটি আলাদা আলাদা চিপসেট দেখা যেতে পারে।
ডিসপ্লে, র্যাম ও স্টোরেজ
Redmi K40 ফোনটিতে ফুল এইচডি+ এবং 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে কমপক্ষে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিইউআই 12.5 দেওয়া হতে পারে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে 5জি, 4জি এলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে।
আরও পড়ুন: 5G ক্যাটাগরির পরবর্তী Motorola স্মার্টফোন প্রস্তুত, এই মাসেই আসছে সস্তা Moto G40
কোম্পানি তাদের আগামী Redmi K40 সিরিজে Redmi K40, Redmi K40S এবং Redmi K40 Pro নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। কয়েক দিন আগের একটি রিপোর্টে বলা হয় সিরিজের প্রো ডিভাইসটি স্মুথ বানানোর জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেটের সঙ্গে এমোলেড ডিসপ্লে, 120 হার্টস রিফ্রেশরেট ও 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।
সম্ভাব্য দাম
কিছু দিন আগে লিকের মাধ্যমে চীনে Redmi K40 এর দাম জানা গিয়েছিল। ফোনের দাম CNY 2,999 (প্রায় 34,000 টাকা) থেকে শুরু হতে পারে। এর দাম মি 11 এর চেয়ে কম হবে এবং যদি ফোনটি সত্যিই ফ্ল্যাগশিপ চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয় তবে সবচেয়ে কম দামের কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেটযুক্ত ফোনগুলির মধ্যে একটি হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন