শাওমি তাদের শক্তিশালী নতুন নাম্বার সিরিজ লঞ্চ করেছে। কোম্পানি এই সিরিজের অধীনে Xiaomi 17, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max স্মার্টফোনগুলি চীনে লঞ্চ করেছে। Xiaomi 17 স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 Pro এবং 17 Pro Max স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
বাজারে লঞ্চের আগে থেকেই Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max স্মার্টফোনগুলি ডুয়েল ডিসপ্লে ডিজাইনের কারণে শিরোনামে ছেয়ে রয়েছে। এই দুটি স্মার্টফোনের ব্যাক প্যানেলে সেকেন্ডারি স্ক্রিন রয়েছে, এর মাধ্যমে নোটিফিকেশন এবং ক্যামেরা অ্যাক্সেস সহ অ্যাপ, ম্যাসেজ এবং কলও হ্যান্ডেল করা যাবে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনদুটিতে OLED TCL রেয়ার ডিসপ্লে দেওয়া হয়েছে।
Xiaomi 17 Pro স্মার্টফোনটিতে 904 × 572 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 2.66 ইঞ্চির ছোট ডিসপ্লে রয়েছে। অন্যদিকে Xiaomi 17 Pro Max 5G স্মার্টফোনে 976 × 596 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 2.86 ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হয়েছে। Pro মডেলের ফ্রন্টে 6.3 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে এবং Pro Max মডেলে 6.9 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে যোগ করা হয়েছে।
উভয় শাওমি স্মার্টফোনের ফ্রন্টে OLED TCL M10 LTPO প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3500nits ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের দিক দিয়ে উভয় স্মার্টফোন আগের মডেলের তুলনায় অ্যাডভান্স।
প্রসেসিঙের জন্য Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max স্মার্টফোনগুলিতে বিশ্বের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.63GHz থেকে 4.6GHz ক্লক স্পীডে কাজ করে। স্মার্টফোনের এআইয়ের জন্য Hexagon NPU এবং দারুণ নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য X85 5G Modem RF System রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Adreno 840 জিপিইউ যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Xiaomi 17 Pro এবং 17 Pro Max স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Light hunter 950L OIS সেন্সর এবং 50 মেগাপিক্সেল Ultrawide অ্যাঙ্গেল লেন্স ও 50 মেগাপিক্সেল telephoto সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
আজকের দিনে দাঁড়িয়ে ট্রেন্ডের কথা মাথায় রেখে কোম্পানি 17 Pro সিরিজে বড় ব্যাটারি ব্যাবহার করেছে। Xiaomi 17 Pro স্মার্টফোনে 6300mAh ব্যাটারি এবং 17 Pro Max স্মার্টফোনে শক্তিশালী 7500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 17 Pro সিরিজে 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Xiaomi 17 Pro স্মার্টফোনের দাম
- 12GB RAM + 256GB Storage – 4999 ইউয়ান (প্রায় 62,199 টাকা)
- 12GB RAM + 512GB Storage – 5299 ইউয়ান (প্রায় 65,959 টাকা)
- 16GB RAM + 512GB Storage– 5599 ইউয়ান (প্রায় 69,699 টাকা)
- 16GB RAM + 1TB Storage– 5999 ইউয়ান (প্রায় 74,669 টাকা)
Xiaomi 17 Pro Max স্মার্টফোনের দাম
- 12GB RAM + 512GB Storage – 5999 ইউয়ান (প্রায় 74,660 টাকা)
- 16GB RAM + 512GB Storage – 6299 ইউয়ান (প্রায় 78,410 টাকা)
- 16GB RAM + 1TB Storage – 6999 ইউয়ান (প্রায় 87,100 টাকা)
Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max স্মার্টফোনটি ভারতের লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে রিয়েলমি এবং আইকু ঘোষণা করেছে শীঘ্রই ভারতের বাজারে তাঁরা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন লঞ্চ করবে। এই কোম্পানিগুলির আপকামিং স্মার্টফোনের নাম realme GT 8 Pro এবং iQOO 15 হবে। যারা নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তারা Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max স্মার্টফোনের অপেক্ষা করতে পারেন।













