Xiaomi প্রেমীদের জন্য দুঃসংবাদ, ডিসকন্টিনিউ করা হল Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max এর এই ভেরিয়েন্ট

এই বছরের মার্চ মাসে শাওমি ভারতের মার্কেটে তাদের ‘রেডমি নোট 10’ সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max ফোন দুটি কোম্পানির ফ‍্যানদের পাশাপাশি টেক প্রেমীদের মনেও নিজের জায়গা করে নিতে সফল হয়েছিল। কিন্তু এবার কোম্পানি ইউজারদের অবাক করে ফোনদুটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিসহ বেস ভেরিয়েন্ট ডিসকন্টিনিউ করে দিয়েছে। উভয় ফোনের এই ভেরিয়েন্ট কোম্পানির সাইটের লিস্টেও আর নেই, একজন টুইটার ইউজার এই খবর জানিয়েছেন।

ডিসকন্টিনিউ করা হল Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max এর বেস ভেরিয়েন্ট

যেহেতু কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max ফোনদুটির বেস ভেরিয়েন্ট সরিয়ে দেওয়া হয়েছে তাই মনে করা হচ্ছে এই ভেরিয়েন্ট স্থায়ী ভাবে ডিসকন্টিনিউ করা হল। যদিও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এবিষয়ে কোনো আলোকপাত করা হয়নি। জানিয়ে রাখি Redmi Note 10 Pro এর বেস ভেরিয়েন্টের দাম ছিল 15,999 টাকা এবং Redmi Note 10 Pro Max এর বেস ভেরিয়েন্টের দাম 18,999 টাকা।

তবে এখনও পর্যন্ত ফোনদুটির অন‍্য দুটি করে ভেরিয়েন্ট সেল করা হচ্ছে। এই ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ রয়েছে। ফোনদুটি ডার্ক নাইট, গ্লেশিয়ার ব্লু ও ভিনটেজ ব্রোঞ্জ কালার ভেরিয়েন্টে সেল করা হয়।

Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max

শাওমি তাদের রেডমি নোট 10 সিরিজ পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে লঞ্চ করেছে যার ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় রেয়ার ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। কোম্পানি এর নাম রেখেছে Evol ডিজাইন। ফ্রন্ট প‍্যানেলে স্ক্রিন বেজল লেস রাখা হয়েছে এবং ওপরের দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরাসহ পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। এক‌ইভাবে ফোনের ব‍্যাক প‍্যানেলে একটি বড় সেন্সর ও তার নিচে তিনটি ছোট সেন্সরসহ আয়তাকার কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max এর থিকনেস 8.1 এম‌এম ও ওজন 192 গ্ৰাম। উভয় স্মার্টফোন কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড এবং ফোনদুটি Vintage Bronze, Glacial Blue ও Dark Night কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max ফোনদুটিতে ফুল এইচডি+ রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। দুটি ফোনের‌ই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। 1200 নিটস ব্রাইটনেস ও এইচডিআর 10 সাপোর্টেড এই ডিসপ্লে বেশি ব‍্যবহার করার সময় যাতে চোখ সুরক্ষিত থাকে তাই এটি TUV Low Blue Light সার্টিফাইড করা হয়েছে।

Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max ফোনদুটি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে মিইউআই 12 যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য উভয় স্মার্টফোনে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 732জি চিপসেট দেওয়া হয়েছে। গ্ৰাফিক্সের জন্য দুটি ফোনেই অ্যাড্রিনো 618 জিপিইউ রয়েছে।

শাওমি তাদের উভয় স্মার্টফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Redmi Note 10 Pro তে 64 মেগাপিক্সেলের Samsung ISOCELL GW3 প্রাইমারি সেন্সর রয়েছে এবং অন‍্যদিকে Redmi Note 10 Pro Max ফোনটি 108 মেগাপিক্সেলের Samsung ISOCELL HM2 সেন্সরসহ সেল করা হবে।

এছাড়া উভয় ফোনের ব‍্যাক প‍্যানেলে 5 মেগাপিক্সেলের সুপার ম‍্যাক্রো লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর রয়েছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max এ 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,020 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানি তাদের এই ফোনদুটির সঙ্গে বক্সের মধ্যেই 33 ওয়াট চার্জার দিচ্ছে।

ভারতে Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max দুটি ফোন‌ই তিনটি করে ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনদুটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এক‌ইভাবে দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং সবচেয়ে বড় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here