শাওমির সবচেয়ে শক্তিশালী ফোন এম‌আই 7 লঞ্চ হতে চলেছে 23শে মে

প্রায় চার মাস ধরে শাওমির ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন এম‌আই 7 সম্পর্কিত নানারকম তথ্য সামনে আসছে। এর মধ্যে সস্তা এবং দামি উভয় প্রকারের অনেক ফোন আন্তর্জাতিক বাজারে এনেছে, কিন্তু এম‌আই 7-এর ওপর থেকে পর্দা ওঠেনি। কিন্তু এখন মনে হচ্ছে শাওমি ফ‍্যানদের এই অপেক্ষা খুব তাড়াতাড়ি শেষ করতে চলেছে। শাওমি এম‌আই 7-এর লঞ্চ সম্পর্কে বেশ কিছু তথ্য ইন্টারনেটে ভাইরাল হ‌ওয়া একটি পোস্ট থেকে জানা যায়। এই পোস্ট অনুসারে শাওমি তাদের এম‌আই 7 সম্পর্কে মে মাসের 23 তারিখ অফিসিয়ালি ঘোষণা করতে চলেছে।

শাওমি এম‌আই 7 লঞ্চ সম্পর্কিত এই তথ্য চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো থেকে জানা গেছে। এই পোস্টে দেখানো ফোটোয় শাওমির লোগো এবং বড় করে 7 লেখা আছে। এই ফোটোতেই 23শে মে তারিখটিও লেখা আছে। এই ফোটো থেকেই জানা গেছে শাওমি এম‌আই 7 23শে মে অন্তর্রাষ্ট্রীয় মঞ্চে উপস্থাপন করতে চলেছে।
শাওমি এখনো পর্যন্ত অবশ্য এম‌আই 7 সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণা করেনি। এমনকি এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কেও কিছু জানা যায়নি। তাই 23শে মে তারিখটি পাকাপাকিভাবে এম‌আই 7 লঞ্চ হ‌ওয়ার তারিখ ধরা চলে না। কিন্তু টেক ওয়ার্ল্ডে শোনা যাচ্ছে শাওমি এম‌আই 7-এর সঙ্গেই এম‌আই 7 প্লাসও বাজারে আনবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here