12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের সঙ্গে লঞ্চ হল Mi 9 Pro 5G 

Xiaomi গতকাল চীনে একটি ইভেন্টের মঞ্চে বেশ কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। এই লঞ্চ ইভেন্টে কোম্পানি তাদের Xiaomi Mi 9 Pro স্মার্টফোন পেশ করেছে। এই স্মার্টফোনটি 5G সাপোর্টের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এছাড়া কোম্পানি তাদের নতুন মি টিভি প্রোকে তিনটি সাইজ ভেরিয়েন্টে পেশ করেছে। Xiaomi তাদের এই বিশেষ ইভেন্ট চীনের বেইজিং শহরে আয়োজন করেছিল। চলুন জেনে নেওয়া যাক কোম্পানির পেশ করা এই নতুন টিভির সব ডিটেইলস। 

4 জিবি র‍্যাম, 4000 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Samsung Galaxy A20s

Mi 9 Pro 5G তে কোম্পানি ডট নচ ডিসপ্লে দিয়েছে। এই ফোনের ট্রিপল রেয়ার ক‍্যামেরা ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে দেওয়া হয়েছে। এই ফোনটি নেক্সট জেনারেশন 5G সেলুলার কানেক্টিভিটি টেকনোলজিতে কাজ করে। এর সঙ্গে কোম্পানি 30 ওয়াট ফ‍্যান-কুল ওয়ারলেস চার্জিং স্ট‍্যান্ড এবং 50 ওয়াটের 20,000 এম‌এএইচ পাওয়ার ব‍্যাঙ্ক পেশ করেছে। 

দাম

কোম্পানি তাদের Mi 9 Pro 5G ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 3,699 ইউয়ান (প্রায় 36,874 টাকা), 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 3,799 ইউয়ান (প্রায় 38,000 টাকা), 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 4,099 ইউয়ান (প্রায় 40,883 টাকা) এবং 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 4,299 ইউয়ান (প্রায় 42,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। 

OPPO ও আনতে চলেছে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাযুক্ত ফোন OPPO K5, পেশ করা হবে 8 জিবি র‍্যামের সঙ্গে

Mi 9 Pro 5G 

আসলে Mi 9 Pro 5G ফোনটি Mi 9 ফোনটির রিফ্রেশড ভার্সন, যা এক‌ই ডিসপ্লে সাইজ ও ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। তবে এই ফোনের হার্ডওয়্যারের ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে প্রসেসরের ক্ষেত্রে। Mi 9 Pro 5G তে 2.96 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত স্ন‍্যাপড্রাগন 855+ SoC আছে। এই ফোনটিতে 6.39 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। 

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Mi 9 Pro 5G তে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 30W Mi Charge Turbo ওয়ারলেস চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে, যা কোম্পানি কয়েক দিন আগেই লঞ্চ করেছে। এই টেকনোলজিরসাহায্যে Mi 9 Pro 5G ফোনটি মাত্র 48 মিনিটের মধ্যে 100 শতাংশ চার্জ করা যায়। এই ফোনের সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হচ্ছে। 

6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 12 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল ভারতের সবচেয়ে শক্তিশালী গেমিং ফোন ASUS ROG phone II

এছাড়া এই ফোনে 30 ওয়াট ওয়ারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। ওয়ারলেস চার্জিং টেকনোলজি ব‍্যবহার করে ইউজার মাত্র 25 মিনিটে 50 শতাংশ এবং 69 মিনিটে 100 শতাংশ ব‍্যাটারী চার্জ করতে পারবেন। 

ফোটোগ্ৰাফির জন্য Mi 9 Pro 5G তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের। এর সঙ্গে এই সেট‌আপে একটি 16 মেগাপিক্সেলের এবং একটি 12 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। এই রেয়ার ক‍্যামেরা সেট‌আপে ইউজার সুপার নাইট মোড, পোর্ট্রেট মোড (বোকে),।এইচডিআর, প‍্যানোরামা, 4কে ভিডিও রেকর্ডিং এবং স্লোমোশান ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবেন। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here