6 জিবি র‍্যামসহ শাওমি মি এ2 ইন্ডিয়ান মার্কেটে হল লিস্টেড, দাম 19,999 টাকা

এই বছরই আগস্টে শাওমি মি এ2 মডেল ভারতে পেশ করেছিল। এটি কোম্পানির দ্বিতীয় ফোন যা যা গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান ইন্টিগ্ৰেশনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। লঞ্চের সময় কোম্পানি জানিয়ে দিয়েছিল এই ফোনটি 4 জিবি ও 6 জিবি র‍্যামের দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। লঞ্চের সময় শুধুমাত্র 4 জিবি র‍্যামসহ মডেলটির সেল শুরু হয় কিন্তু এখন এর 6 জিবি র‍্যামের মডেলটি শাওমি ইন্ডিয়া স্টোরে লিস্টেড করা হয়েছে যেখানে ফোনটির দাম 19,999 টাকা বলা হয়েছে। এখন যদিও ফোনটি স্টকে নেই তবে শুধু নোটিফাই মি এর অপশন দেওয়া আছে।

শাওমি মি এ2 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট ব্ল‍্যাক, ব্লু, গোল্ড, রেড ও রোজ গোল্ডের 5টি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। তবে 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টের শুধু চারটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এতে রোজ গোল্ড অপশন নেই। কালার ছাড়া স্টোরেজের‌ও পার্থক্য দেখা যাবে। শাওমি মি এ2 এর 6 জিবি র‍্যাম মডেলে 128 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ছিল। এছাড়া ফোনদুটির অন‍্যান‍্য স্পেসিফিকেশন সমান।

শাওমি মি এ2 ফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.99 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির স্ক্রিন গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড করা। এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8 1 অরিওতে রান করে এবং আগামী দুবছর পর্যন্ত এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েডের আপডেট পেতে থাকবে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে এবং এতে 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে।

ফোটোগ্ৰাফির জন্য।কোম্পানি এই ফোনে 12 মেগাপিক্সেল ও 20 মেগাপিক্সেলের ডুয়েল ক‍্যামেরা সেট‌‌আপ যোগ করেছে। সেলফির জন্য মি এ2 তে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ফোনটির সেলফি ক‍্যামেরাও এআই টেকনিকযুক্ত এবং লো লাইট ফোটোগ্ৰাফির জন্য ফ্রন্ট প্যানেলেও ফ্ল্যাশলাইট দেওয়া হয়েছে।

মি এ2 এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে ইউএসবি টাইপ-সি পোর্টের সঙ্গে 3,010 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here