শাওমি এই মাসের প্রথম দিকে ভারতে তাদের মি এ সিরিজের এ2 স্মার্টফোন লঞ্চ করে। শাওমি মি এ2 কোম্পানির একটি অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন যা লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেটের জন্য সবসময় তৈরি। কোম্পানি ফোনটিকে আমাজন এক্সক্লুসিভ করেছিল অর্থাৎ মি ডট কম ছাড়া শুধুমাত্র আমাজন ইন্ডিয়া থেকে ফোনটি কেনা যেত। কিন্তু এখন কোম্পানি শাওমি ফ্যানদের জন্য ফোনটি অফলাইন স্টোরেও পেশ করেছে। অর্থাৎ এখন শাওমি মি এ2 ফোনটি নিকটবর্তী রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।
91মোবাইলসের রিটেইল মার্কেটের সঙ্গে জড়িত সূত্র থেকে জানা গেছে কোম্পানি মি এ2 ফোনটি এখন অফলাইন রিটেইল স্টোরেও লঞ্চ করে দিয়েছে। এখন আর ফোনটি কেনার জন্য অনলাইন ফ্ল্যাশ সেলের অপেক্ষা করতে হবে না বরং অফলাইন স্টোরেও পাওয়া যাবে। শাওমি তাদের আগের ফোনগুলির মতোই মি এ2 ফোনটিরও অফলাইন মার্কেটে দাম আলাদা রেখেছে। রিটেইল স্টোরে ফোনটির দাম 17,499 টাকা দামে সেল করা হবে।
শাওমি মি এ2 ফোনটি 16,999 টাকা দামে ফোনটি লঞ্চ করেছিল যা 16ই আগস্ট থেকে অনলাইন শপিং সাইটে সেলের জন্য লিস্টেড হয়েছিল। অর্থাৎ অফলাইন মার্কেট শপথ ফোনটি কিনলে অনলাইনের তুলনায় 500 টাকা বেশি দাম দিতে হবে। এতে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে এবং মি এ2 ফোনটি গোল্ড, রোজ গোল্ড, লেক ব্লু ও ব্ল্যাক কালার ভেরিয়েন্টে কেনা যাবে।
শাওমি তাদের এই ফোনটি মেটাল ইউনিবডি ডিজাইনে পেশ করেছে। এই ফোনে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 2160 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.99 ইঞ্চির আইপিএস ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এটি গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। শাওমির সব ফোন মিইউআইতে রান করলেও এই ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান ইন্টিগ্রেশনের সঙ্গে পেশ করা হয়েছে। অর্থাৎ এতে পিওর অ্যান্ড্রয়েড পাওয়া যাবে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেটে রান করে।
শাওমি মি এ2 এর ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 12 মেগাপিক্সেলের সোনী আইএমএক্স486 প্রাইমারি সেন্সর ও 20 মেগাপিক্সেলের সোনী আইএমএক্স376 সেকেন্ডারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। দুটি ক্যামেরা সেন্সরই এফ/1.75 অ্যাপার্চারযুক্ত এবং এআই পোর্ট্রেট মোড সাপোর্ট করে। সেলফির জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের সোনী আইএমএক্স376 ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের সেলফি ক্যামেরাও এআই টেকনিকযুক্ত এবং লো লাইট ফোটোগ্ৰাফির জন্য এর সঙ্গে এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে।
মি এ2 স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার আছে। ডুয়েল সিম, 4জি ভোএলটিই, ওয়াইফাই ও ব্লুটুথ 5.0 এই ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে আছে এবং শাওমি মি এ2 তে পাওয়ার ব্যাকআপের জন্য 3,010 এমএএইচ ব্যাটারী আছে। এই ব্যাটারী কুইক চার্জ 4.0 সাপোর্টের সঙ্গে পেশ করা হয়েছে যা একে ফাস্ট চার্জে সক্ষম বানায়। শোনা যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি বাজারে মি এ2 ফোনটির 6 জিবি র্যাম ভেরিয়েন্ট আনতে চলেছে।