শাওমির সিইও লেই জুন কিছু দিন আগে চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে কোম্পানির পরবর্তী ডিভাইস মি ম্যাক্স 3 এর রিটেইল বক্সের ফোটো শেয়ার করেছে। এই বক্সে ্যা্যা্যাক্সের সঙ্গে বড় করে 3 লেখা আছে, যার পর এটি পরিস্কার হয়ে যায় যে কোম্পানি খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করবে। এবার কোম্পানি শাওমি মি ম্যাক্স 3 এর লঞ্চ ডেট ঘোষণা করেছে। এই দুর্দান্ত ফোনটি আগামী 19শে জুলাই টেক জগতের সামনে আনা হবে।
শাওমির গ্লোবাল প্রবক্তা ডোনোবেন তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে মি ম্যাক্স 3 এর লঞ্চ ডেট জানিয়েছেন। এই টুইটে স্পষ্ট বলা হয়েছে আগামী শুক্রবার অর্থাৎ 19শে জুলাই মি ম্যাক্স 3 টেক বাজারে লঞ্চ করা হবে। একটি লিক অনুযায়ী কোম্পানি ফোনটি 1,699 চীনা ইউয়ান দিমে লঞ্চ করতে পারে। ভারতীয় দামে এটি প্রায় 18,000 টাকার সমান। এই দামটিকে ফোনের প্রাথমিক দাম মনে করা হচ্ছে। ফোনের সঠিক স্পেসিফিকেশন ও দামের জন্য 19শে জুলাইয়ের অপেক্ষা করা হচ্ছে।
Mi Fans, something BIG is coming! Big screen, bigger battery. ?
Mi Max 3 is launching next Thursday on July 19. Help us spread the good news! #Xiaomi #MiMAX3 pic.twitter.com/F1p6bgD3Gr
— Donovan Sung (@donovansung) July 12, 2018
শাওমি মি ম্যাক্স 3 সম্পর্কে সামনে আসা লিক থেকে জানা গেছে এতে 6.99 ইঞ্চির বড় ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে ও এটি মেটাল ডিজাইনে পেশ করা হতে পারে। স্মার্টফোনটিতে 3 জিবি, 4 জিবি ও 6 জিবি র্যাম দেওয়া হতে পারে ও এই ভেরিয়েন্টগুলিতে যথাক্রমে 32 জিবি, 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল মেমরি থাকতে পারে। প্রতিটি ভেরিয়েন্টে 128 জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে।
মি ম্যাক্স 3 তে কোন চিপসেট থাকবে তা বলা না হলেও আগের লিক থেকে জানা গেছে এতে অ্যান্ড্রয়েড 8.1 আধারিত।মিইউআই 10 থাকবে যার সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 চিপসেটে রান করবে। কয়েক দিন আগে ওয়েইবোতে একটি লিকে বলা হয়েছে এতে 1.8 গিগাহার্টসের ক্লক স্পীড প্রসেসর।দেওয়া হতে পারে।
লিক অনুযায়ী ফোটোগ্রাফির জন্য মি ম্যাক্স 3 তে ডুয়েল রেয়ার ক্যামেরা এআই ক্ষমতাসম্পন্ন হবে এবং এতে সোনী আইএমএক্স363 সেন্সর দেওয়া হবে। ফোনটিতে অ্যাম্প্লিফায়ার স্পীকার থাকবে এবং এতে ইনফ্রারেড টেকনিকও থাকবে। জানা গেছে এতে 5,500 এমএএইচ ব্যাটারী থাকবে ও ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।