Home খবর নতুন টিজার শেয়ার করল Xiaomi, শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে CIVI সিরিজের স্মার্টফোন

নতুন টিজার শেয়ার করল Xiaomi, শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে CIVI সিরিজের স্মার্টফোন

শাওমি তাদের ইউজারদের জন্য নতুন এবং ইউনিক কিছু নিয়ে আসতে চলেছে। আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে একটি নতুন টিজার প্রকাশ্যে এসেছে, তাই শীঘ্রই CIVI সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি এর আগেও লিক রিপোর্টের মাধ্যমে ভারতে CIVI সিরিজের ফোন লঞ্চ করা হতে পারে বলে জানা গিয়েছিল। তবে এবার কোম্পানির পক্ষ থেকে আসন্ন ফোন সম্পর্কে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক টিজার ভিডিও এবং সম্ভাব্য স্মার্টফোনটি সম্পর্কে।

ভারতে Xiaomi CIVI ফোনের লঞ্চ টিজার

Xiaomi Civi 4 Pro এর স্পেসিফিকেশন (চীন)