শাওমির সাব ব্র্যান্ড পোকো ইন্ডিয়া ভারতে তাদের প্রথম স্মার্টফোন পোকো এফ1 লঞ্চ করেছে। পোকো এফ1 20,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয় এবং এটি স্ন্যাপড্রাগন 845 চিপসেটে রান করা এত কম দামে লঞ্চ করা বিশ্বের প্রথম ফোন। শাওমি সাব ব্র্যান্ড পোকো ইন্ডিয়ার পোকো এফ1 ফ্লিপকার্টে এক্সক্লুসিভ পাওয়া যায় যা এতদিন ফ্ল্যাশ সেলে বিক্রি হত। কিন্তু এখন কোম্পানি পোকো এফ1 এর ওপেন সেল ঘোষণা করেছে।
পোকো এফ1 ঘোষণা করেছে যে পোকো এফ1 যা এতদিন শুধুমাত্র শাওমির ওয়েবসাইট ও ফ্লিপকার্টে ফ্ল্যাশ সেলে বিক্রি হত, এই ফোনটি এখন থেকে সব সময়ের জন্য এই দুটি প্ল্যাটফর্মে পাওয়া যাবে। শাওমির অন্যান্য ফোনের মতোই পোকো এফ1 ফোনটিও ফ্ল্যাশ সেলে মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে যেত এবং গ্ৰাহকদের হতাশ হয়ে পরবর্তী সেলের জন্য অপেক্ষা করতে হত। কিন্তু এখন শাওমির ঘোষণার পর শাওমি ফ্যানদের আর এই ফোনের জন্য অপেক্ষা করতে হবে না।
Hey Mi fans!
Here's a surprise for all of you wanting to buy #POCOF1! I guess there couldn't have been a better day to tell you guys this. ?
RT if you'd been waiting for this!#GoPOCO @IndiaPOCO @cmanmohan https://t.co/vzxyTuruYe
— Manu Kumar Jain (@manukumarjain) September 13, 2018
পোকো এফ1 গত পরশু অর্থাৎ 13ই সেপ্টেম্বর রাত 12টার পর থেকে ওপেন সেলের জন্য পাওয়া যাচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্ট থেকেও ফোনটি কেনা যাবে। এখন আপাতত পোকো এফ1 এর 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট ওপেন সেলে পাওয়া যাবে। 23,999 টাকার বিনিময়ে এই ভেরিয়েন্টটি কেনা যাবে।
পোকো এফ1 এর 6 জিবি র্যাম/64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 20,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং 8 জিবি র্যাম/128 জিবি মেমরি ভেরিয়েন্ট 28,999 টাকার বিনিময়ে কেনা যাবে। কোম্পানি পোকো এফ1 এর একটি স্পেশাল এডিশন পেশ করেছে যা 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ সাপোর্ট করে। এই স্পেশাল ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে।
পোকো এফ1 ফোনটি ব্লু ও গ্ৰাফাইট ব্ল্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এইচডিএফসি ক্রেডিট কার্ড গ্ৰাহকদের পোকো এফ1 এর সব ভেরিয়েন্টে 1,000 টাকা ছাড় দেওয়া হবে। পোকো এফ1 এর ফুল স্পেসিফিকেশনের জন্য এখানে ক্লিক করুন।
শাওমির ওয়েবসাইট থেকে পোকো এফ1 কিনতে এখানে ক্লিক করুন এবং ফ্লিপকার্ট থেকে পোকো এফ1 কিনতে এখানে ক্লিক করুন।