Xiaomi, Realme, Vivo, OnePlus, OPPO এর কোন ফোন সবার আগে পাবে Android 12 এর আপডেট, দেখে নিন ফুল লিস্ট

গুগলের পক্ষ থেকে অফিসিয়ালি Android 12 অপারেটিং সিস্টেম লঞ্চ করে দেওয়া হয়েছে। কোম্পানি তাদের বার্ষিক সভা Google I/O এর মঞ্চে অত‍্যন্ত আকর্ষণীয় লুক ও দুর্দান্ত ফিচারযুক্ত এই নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে। Android 12 এর বিটা ভার্সন লঞ্চ কোম্পানি সেইসব ব্র‍্যান্ডের লিস্ট শেয়ার করেছে যারা সবার আগে এর আপডেট পাবে। গুগলের ঘোষণার পর টেক ব্র‍্যান্ড ও মোবাইল কোম্পানিগুলিল পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে তাদের কোন স্মার্টফোন মডেল সবার আগে Android 12 Beta আপডেট পাবে।

Google এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

Pixel 3
Pixel 3 XL
Pixel 3a
Pixel 3a XL
Pixel 4
Pixel 4 XL
Pixel 4a
Pixel 4a (5G)
Pixel 5

ASUS এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

আসুসের পক্ষ থেকেও Android 12 Beta program জারি করা হয়েছে এবং কোম্পানি তাদের ASUS ZenFone 8 ফোনকেসবার আগে অ্যান্ড্রয়েড 12 উপভোগ করার সুযোগ দিচ্ছে। নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ZS590KS মডেল নাম্বারযুক্ত জেনফোন 8 ডিভাইসে ডাউনলোড এবং ইনস্টল করা যাবে।

OnePlus এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

ফ্ল‍্যাগশিপ কিলার হিসেবে পরিচিত ওয়ানপ্লাস তাদের ভারতসহ গোটা বিশ্বের ইউজারদের এই নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব‍্যবহারের ব‍্যবস্থা করছে। কোম্পানির OnePlus 9 এবং OnePlus 9 Pro ফোনে এই লেটেস্ট ওএস ব‍্যবহার করা যাবে।

OPPO এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে তাদের ফ্ল‍্যাগশিপ ডিভাইস OPPO Find X3 Pro ফোনটি সবার আগে অ্যান্ড্রয়েড 12 বিটা ভার্সনে আপডেট করবে। যদিও এই ফোনটি এখন‌ই ভারতে আসছে না। তবে যেসব দেশের মানুষ তাদের এই ফোনে নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম উপভোগ করতে পারবেন তার লিস্ট নিচে দেওয়া হল।

OPPO Find X3 Pro (CPH2173) Taiwan
OPPO Find X3 Pro (CPH2173) Australia
OPPO Find X3 Pro (CPH2173) Singapore
OPPO Find X3 Pro (CPH2173) New Zealand

Realme এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

রিয়েলমি আগাগোড়াই আগে থেকেই তাদের নতুন প্রোডাক্টের ডিটেইলস জানিয়ে দেয়। গুগলের লঞ্চ করা নতুন Android 12 Beta সম্পর্কে কোম্পানি জানিয়েছে কোম্পানির Realme GT স্মার্টফোন অন‍্যান‍্য ফোনের আগে এই আপডেট পাবে।

TECNO এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

ভারতে কম দামে সুন্দর ফিচারযুক্ত স্মার্টফোন লঞ্চ করে জনপ্রিয় টেকনো কোম্পানিও অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের আপডেট পাবে। বাছাই করা কয়েকটি ব্র‍্যান্ডের লিস্টে কোম্পানি নিজের জায়গা করে নিয়েছে এবং কোম্পানির TECNO CAMON 17 ফোনটি সবার আগে আপডেট হবে।

VIVO এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

ভিভো ঘোষণা করেছে তাদের iQOO 7 Legend ফোনটিতে প্রথম অ্যান্ড্রয়েড বিটা আপডেট দেওয়া হবে এবং এখন থেকেই এই ফোনের ইউজাররা এতে নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন।

Xiaomi এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

মার্কেটে অন‍্যান‍্য প্রতিযোগী কোম্পানির থেকে শাওমি কিছুটা এগিয়ে রয়েছে। অ্যান্ড্রয়েড 12 বিটা আপডেটের লিস্টে কোম্পানির চারটি ফোনের নাম আছে। কোম্পানির Xiaomi MI 11, Xiaomi MI 11 ULTRA, Xiaomi MI 11I এবং Xiaomi MI 11X PRO ফোনগুলি সবার আগে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট পাবে।

ZTE এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

কোম্পানি জানিয়েছে তাদের ZTE Axon 30 Ultra 5G ফোনটির জন্য গুগলের সঙ্গে হাত মিলিয়েছে এবং এই ফোনটি খুব তাড়াতাড়ি Android 12 Beta ভার্সনের আপডেট পাবে। তবে আপাতত আপডেট শুধুমাত্র চীনের মডেলে পাওয়া যাবে।

TCL এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

ভারতের মার্কেটে টিসিএলের তেমন রমরমা না থাকলেও আন্তর্জাতিক মার্কেটে এর যথেষ্ট প্রতিপত্তি আছে। কোম্পানির পক্ষ থেকে তাদের TCL 20 Pro 5G ফোনটিকে আপডেটের জন্য বাছাই করা হয়েছে।

জানিয়ে রাখি, খবর লেখার সময় পর্যন্ত Sharp কোম্পানি বা গুগলের পক্ষ থেকে ব্র‍্যান্ডের কোন কোন ফোন অ্যান্ড্রয়েড 12 বিটা আপডেট পাবে সেই লিস্ট জানানো হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here