এই ফোনটি বানিয়েছে শাওমিকে এক নাম্বার ব্র‍্যান্ড, মাত্র 9 মাসে এক কোটিরও বেশি মডেল বিক্রি করে নতুন রেকর্ড

আজকের দিনে দাড়িয়ে শাওমি ভারতের এক নাম্বার কোম্পানিতে পরিণত হয়েছে। শাওমির এমন কিছু ফোন আছে যা নিজেদের সেলের কারণে রেকর্ড গড়েছে। অসংখ্য হিট ফোন লঞ্চ করা কোম্পানি শাওমি একটি নতুন উল্লেখযোগ্য রেকর্ড গড়েছে। এই রেকর্ড বানিয়েছে শাওমির রেডমি সিরিজের স্মার্টফোন রেডমি 5এ। রেডমি 5এ ফোনটি 1,00,00,000 ইউনিট বিক্রি করে এই রেকর্ড তৈরি করেছে।

শাওমি অফিসিয়ালি জানিয়েছে কোম্পানি ভারতে 1,00,00,000টির‌ও বেশি রেডমি 5এ এর ইউনিট বিক্রি করে এই রেকর্ড গড়েছে। কোম্পানি বলেছে ভারতে মাত্র 9 মাসে এক কোটিরও বেশি রেডমি 5এ বিক্রি হয়েছে যা এদেশে সবচেয়ে দ্রুত গতিতে এত বড় সংখ‍্যার স্মার্টফোন বিক্রির একটি উল্লেখযোগ্য নজির। কোম্পানির কথা অনুযায়ী রেডমি 5এ এত তাড়াতাড়ি এত সংখ্যক হ‍্যান্ডসেট বিক্রি হ‌ওয়া প্রথম ফোন মডেল।

গত নভেম্বরে লঞ্চ হয়ে শাওমি রেডমি 5এ এক মাসের মধ্যে 10 লক্ষ স্মার্টফোন বেচে তখনই নতুন রেকর্ড বানিয়েছিল। এই রেকর্ডের 10;গুণ সেল করে কোম্পানি নতুন মাইলস্টোন স্থাপন করেছে। রেডমি 5এ ভারতে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনের 2 জিবি র‍্যাম/16 জিবি মেমরি ভেরিয়েন্ট 5,999 টাকা দামে বিক্রি করা হয় এবং ফোনটির 3 জিবি র‍্যাম/32 জিবি মেমরি ভেরিয়েন্টটি 6,999 টাকার বিনিময়ে কেনা যায়।

শাওমি রেডমি 5এ এর স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় 1280 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5 ইঞ্চির এইচডি স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি মিইউআই 9 যুক্ত অ্যান্ড্রয়েড নোগাটের সঙ্গে পেশ করা হয়েছে যা 1.4 গিগাহার্টসের কোয়াডকোর স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটে রান করে। রেডমি 5এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল রেয়ার ও 5 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। রেডমি 5এতে ডুয়েল সিম ও 4জি ভোএলটিইর সঙ্গে বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here