শাওমি রেডমি 6প্রো লঞ্চ, নচ ডিসপ্লের সঙ্গে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, ডুয়েল ক‍্যামেরা ও 4 জিবি র‍্যাম

আন্তর্জাতিক বাজারে শাওমি অত্যন্ত অ্যাগ্ৰেসিভ ভূমিকা পালন করছে। গত কয়েক মাসে কোম্পানি একৈর পর এক বেশ কিছু স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস লঞ্চ করেছে। কিছু দিন আগে রেডমি 6 সিরিজের স্মার্টফোন লঞ্চ করার পর এখন আরেকটি নতুন স্মার্টফোন রেডমি 6প্রো লঞ্চ করেছে। শাওমি ফোনটিকে লো বাজেটে পেশ করেছে যা কম দামের মধ্যে দারুণ লুক ও অসাধারণ স্পেসিফিকেশন দিচ্ছে।

শাওমি রেডমি 6প্রোতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যাতে নচ আছে। ফোনে 2280 × 1080 পিক্সেল রেজলিউশনসহ 5.84 ইঞ্চির ফুল এইচডি দেওয়া হয়েছে। এই ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের সঙ্গে মিইউআই 9 সাপোর্ট করে এবং প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 625 চিপসেট আছে।

এই ফোনে শাওমি এআই ফিচার যোগ করেছে। ফোটোগ্রাফির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ ভার্টিকাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এর মধ্যে একটি 12 মেগাপিক্সেল ও অপরটি 5 মেগাপিক্সেলের। সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এই ফোনে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে।

রেডমি 6প্রো একটি রিয়েল ডুয়েল সিম ফোন যার মধ্যে দুটি সিম স্লটের সঙ্গে 256 জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে। চীনে ফোনটির রেড, চেরী, ব্লু, ব্ল‍্যাক ও গোল্ড কালার ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে যা আগামীকাল অর্থাৎ 26শে জুন সেখানে সেলের জন্য পাওয়া যাবে।

শাওমি রেডমি 6প্রোর তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করেছে। প্রথম ভেরিয়েন্ট 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি সাপোর্ট করে যার দাম 999 ইউয়ান (প্রায় 10,500 টাকা)। দ্বিতীয় ভেরিয়েন্টটি 4 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি সাপোর্ট করে যার দাম 1,199 ইউয়ান (প্রায় 12,500 টাকা) এবং তৃতীয় ভেরিয়েন্টের দাম 1,299 ইউয়ান (প্রায় 13,500 টাকা) রাখা হয়েছে এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here