Xiaomi জুনের শুরুতে নিজের হিট স্মার্টফোন Redmi Note Pro এর দামে 500 টাকার বৃদ্ধি করেছিল। এই দাম বৃদ্ধির সাথে ফোনের দাম 16,999 টাকা থেকে বেড়ে 17,499 টাকা হয়েছিল। আবার জুলাই শুরু হতেই আরো একবাথ শাওমি নিজের ফ্যানদের ঝাটকা দিলো। এই চিনি কোম্পানি আরো একবার রেডমি নোট 10 প্রো এর দাম বাড়ালো। এটি একমাসে দ্বিতীয় বার হলো যখন Xiaomi Redmi Note 10 Pro এর দাম বাড়ানো হলো। শাওমি ইন্ডিয়ার এই সিদ্ধান্তের পরে কোম্পানির পলিসির উপরে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Xiaomi Redmi Note 10 Pro এর দাম
এই স্মার্টফোনকে ইন্ডিয়াতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। বিগত দিনে কোম্পানি ফোনের 6 GB RAM + 128 GB Storage ভেরিয়েন্টের দাম বাড়িয়েছিল এবং এইবারেও এই ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। এই বারও 500 টাকা দাম বাড়ানো হয়েছে। এক মাসে Redmi Note 10 Pro এর দাম 1,000 টাকা বাড়ানো হয়েছে। আবার ফোনের অন্য দুটি ভেরিয়েন্ট 6 GB + 64 GB আর 8 GB + 128 GB এর দাম যথাক্রমে 15,999 টাকা আর 18,999 টাকা।
Xiaomi Redmi Note 10 Pro এর স্পেসিফিকেশন্স
শাওমি রেডমি নোট 10 প্রো গ্লাস ফিনিশের কার্ভড বডিতে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 6.67 ইঞ্চির বড়ো ফুলএইচডি+ পাঞ্চহোল ডিসপ্লে দেওয়া আছে যা সুপার এমোলেড প্যানেলে তৈরি। কোম্পানি এই ডিসপ্লে গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড করেছে যা 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে কাজ করে। আবার Redmi Note 10 Pro এর ডিসপ্লে 1200 নিটস ব্রাইটনেস আর এইচডিআর 10 এর মতো ফিচার্স যুক্ত।
Xiaomi Redmi Note 10 Pro অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ হয়েছে যা মিইউআই 12 এ কাজ করে। প্রসেসিং এর জন্য এই ফোনে 2.3 গীগাহার্টজ ক্লক স্পিডের অক্টাকোর প্রসেসরের সাথে 8 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 732জি চিপসেট দেওয়া আছে। আবার গ্রাফিক্সের জন্য এই ফোনটি অ্যাড্রিনো 618 জিপিইউ সাপোর্ট করে। রেডমি নোট 10 প্রো স্মার্টফোনে OPDDR4x RAM সাপোর্ট করে।
ফোটোগ্রাফির জন্য Xiaomi Redmi Note 10 Pro তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে যার মধ্যে এফ/1.9 অ্যাপার্চারের 64 মেগাপিক্সেলের প্রাইমারি Samsung GW3 সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই স্মার্টফোনটিতে 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সাপোর্ট করে। ফোনের ফ্রন্ট প্যানেলে এফ/2.45 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিকে 5,020mAh যুক্ত করা হয়েছে যা 33W ফাস্ট চার্জ সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন