48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Redmi Note 8T 

Xiaomi তাদের “রেডমি নোট” সিরিজের নতুন স্মার্টফোন Redmi Note 8T ফোনটি অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। দীর্ঘদিন ধরেই এই ফোনটি সম্পর্কে একাধিক লিক পাওয়া যাচ্ছিল। স্পেনে আয়োজিত একটি ইভেন্টের মঞ্চে কোম্পানি এই ফোনটি লঞ্চ করেছে। এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি এক‌ই সঙ্গে কয়েক দিন আগে চীনে লঞ্চ করা Mi CC9 Pro এর গ্লোবাল ভেরিয়েন্ট Mi Note 10 ও Mi Note 10 Pro ফোনদুটিও লঞ্চ করেছে।

আরও পড়ুন : 108 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে Xiaomi লঞ্চ করল Mi Note 10 এবং Mi Note 10 Pro, জেনে নিন পার্থক্য

কোম্পানি Redmi Note 8T ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরিসহ পেশ করেছে এবং ফোনটি 199 ইউরো (প্রায় 15,672 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। স্পেনে এই ফোনটি 8 নভেম্বর থেকে সেল করা হচ্ছে। এছাড়া আগামী 15 নভেম্বর থেকে জার্মানিতেও ফোনটির সেল শুরু হয়ে যাবে। এমনকি খুব তাড়াতাড়ি এই ফোনটি ইউকেতে পেশ করা হবে। তবে ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। 

স্পেসিফিকেশন

শাওমি তাদের নতুন Redmi Note 8T ফোনটিতে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডট নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় প‍্যানেল সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেট আছে। 

আরও পড়ুন : 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Motorola One Hyper, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Redmi Note 8T এর এই ক‍্যামেরা সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এছাড়া এর সঙ্গে 8 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের তিনটি ক‍্যামেরা সেন্সর আছে এবং এর মধ্যে একটি ম‍্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13 মেগাপিক্সেলের হাই রেজলিউশন ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

Redmi Note 8T তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে এন‌এফসি সাপোর্ট দেওয়া হয়েছে। এতে সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here