প্রকাশ্যে এল Samsung Galaxy A26 5G স্মার্টফোনের ভারতীয় দাম, জেনে নিন বিস্তারিত

মার্চ মাসে Samsung তাদের Galaxy A06 5G, Galaxy A26 5G, Galaxy A36 5G এবং Galaxy A56 5G স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। এর মধ্যে Galaxy A26 মডেলটি ছাড়া সমস্ত ডিভাইস ভারতীয় বাজারে সেল করা হয়। এবার ভারতে আপকামিং Galaxy A26 ফোনের সম্ভাব্য দাম অনলাইনের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy A26 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A26 এর ভারতীয় দাম (লিক)

  • টিপস্টার অভিষেক যাদব এক্সের মাধ্যমে Samsung Galaxy A26 ফোনের সম্পর্কে তথ্য শেয়ার করেছে।
  • লিক অনুযায়ী ভারতে Galaxy A26 ফোনটি দুটি 8GB+128GB এবং 8GB+256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে।
  • এই দুটি ভেরিয়েন্টের সম্ভাব্য দাম 24,999 টাকা এবং 27,999 টাকা রাখা হবে বলে আশা করা হচ্ছে।
  • টিপস্টারের পক্ষ থেকে Samsung Galaxy A26 5G ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি। তবে দাম প্রকাশ্যে আসার পর শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy A26 5G এর স্পেসিফিকেশন

এই মাসের শুরুতেই এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে, তাই আগের থেকেই ফোনের সমস্ত স্পেসিফিকেশন জানা গেছে। নীচে Samsung Galaxy A26 5G ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস আলোচনা করা হল।

  • ডিজাইন: Samsung Galaxy A26 5G ফোনটির ডায়মেনশন 164 x 77.5 x 7.7 মিমি এবং ওজন 200 গ্রাম।
  • ডিসপ্লে: এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
  • প্রসেসর: Samsung Galaxy A26 5G ফোনে 5nm প্রসেসে তৈরি Exynos 1380 অক্টাকোর প্রসেসর রয়েছে। এতে 2GHz Quad A55 + 2.4GHz Quad A78 কোর দেওয়া হয়েছে। এর সঙ্গেই গ্রাফিক্সের জন্য এতে Mali-G68 MP5 GPU যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনে সেল করা হবে। এই ফোনের 6GB RAM মডেলে 128GB স্টোরেজ রয়েছে। একইভাবে এই ফোনের 8GB RAM মডেলে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A26 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
  • ওএস: Samsung Galaxy A26 5G ফোনটি Android 15 এবং One UI 7 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 6 বছর সিকিউরিটি আপডেট এবং 6 জেনারেশন অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। অর্থাৎ এই ফোনে নিশ্চিন্তে Android 21 পর্যন্ত উপভোগ করা যাবে।
  • অন্যান্য ফিচার: জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP67 রেটিং এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে 2G/3G/4G/5G নেটওয়ার্ক সাপোর্ট করে।
  • কালার: কোম্পানির পক্ষ থেকে ফোনটি ব্ল্যাক, হোয়াইট, মিন্ট এবং পিচ পিঙ্ক কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here