108MP ক্যামেরা এবং 16GB RAM এর ক্ষমতাসহ লঞ্চ হল Infinix Note 30 5G স্মার্টফোন, দাম মাত্র 14,999 টাকা

Highlights

  • এই ফোনে 14 5G Bands রয়েছে।
  • এই ফোনটি 30 মিনিটের মধ্যে 75% পর্যন্ত চার্জ হয়ে যায়।
  • এতে JBL সারাউন্ড ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে।

ইনফিনিক্স ভারতের বাজারে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও আরও বিস্তার করে নতুন স্মার্টফোন Infinix Note 30 5G লঞ্চ করেছে। এই ফোনে 8GB virtual RAM ফিচার আছে এবং এটি MediaTek Dimensity 6080 চিপসেটে রান করে। এই পোস্টে Infinix Note 30 5G এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা কড়া হল। আরও পড়ুন: Jio এর এইসব রিচার্জ প্ল্যানে পাবেন দৈনিক 2GB ডেটা, জেনে নিন ভ্যালিডিটি এবং অন্যান্য বেনিফিট

Infinix Note 30 5G এর দাম

মার্কেটে Infinix Note 30 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 4GB RAM ও 128GB মেমরি রয়েছে এবং এর দাম রাখা হয়েছে 14,999 টাকা। এছাড়া ফোনটির বড় ভেরিয়েন্ট 15,999 টাকা দামে 8GB RAM এবং 256GB স্টোরেজসহ পেশ করা হয়েছে। এই ফোনটি আগামী 22 জুন থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Interstellar Blue, Magic Black এবং Sunset Gold কালারে সেল করা হবে।

Infinix Note 30 5G এর স্পেসিফিকেশন

  • 6.78″ FHD+ 120Hz Display
  • MediaTek Dimensity 6080
  • 16GB RAM (8GB+8GB RAM)
  • 108MP Triple Camera
  • 45W 5,000mAh Battery

স্ক্রিন: Infinix Note 30 5G ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্ট টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ফোনে আই কেয়ার মোডও যোগ করা হয়েছে। আরও পড়ুন: লিক হল OnePlus Nord 3 ফোনের দাম, RAM এবং স্টোরেজ অপশন, জেনে নিন ডিটেইলস

প্রসেসর: এই ফোনটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর প্রসেসরে কাজ করে। ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং এক্স ওএস 13 এর সঙ্গে পেশ করা হয়েছে।

স্টোরেজ: কোম্পানি তাদের এই ফোনে 8GB virtual RAM যোগ করেছে যা ফোনের 8GB RAM এর সঙ্গে যোগ হয়ে মোট 16GB RAM এর পারফরমেন্স দিতে সক্ষম। একই ভাবে ফোনটির 4GB RAM ভেরিয়েন্টের ক্ষেত্রে 4GB virtual RAM পাওয়া যায়। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy Z Flip 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এআই ফিচারযুক্ত 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 10000 বারেরও বেশি চার্জ করা যায়। আরও পড়ুন: ভারতে 11 জুলাই লঞ্চ হবে Nothing Phone (2) জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

চার্জিং: এই ফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এর মাধ্যমে ফোনটি মাত্র আধ ঘন্টার মধ্যে 1 থেকে 75 শতাংশ চার্জ করা যায় এছাড়াও এই ফোনে 10 ওয়াট রিভার্স চার্জিং ফিচার আছে।

অন্যান্য ফিচার: Infinix Note 30 5G তে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে NFC এবং JBL stereo speakers এর মতো কিছু দারুণ ফিচার রয়েছে। আরও পড়ুন: Jio কমিয়ে ডিল সস্তা প্ল্যানের ডেটা, নিরাশ ইউজাররা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here