Coronavirus: Vivo ও Realme এর পর এবার ফোনের লঞ্চ ডেট পিছিয়ে দিল Xiaomi

বর্তমানে ভারতসহ গোটা বিশ্ব সাম্প্রতিক করোনা ভাইরাসের প্রকোপে গভীরভাবে বিপদগ্ৰস্ত। এই কারণে গতকাল টেক কোম্পানি Vivo তাদের Vivo V19 স্মার্টফোন এবং Realme এর পক্ষ থেকে Narzo 10 ও Narzo 10A ফোনদুটির লঞ্চ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এবার এই লিস্টে শাওমিও তাদের নাম জুড়ে দিল। করোনা ভাইরাসের প্রভাবে ভারতের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে শাওমি তাদের 108 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা Mi 10 5G ফোনটির লঞ্চ পিছিয়ে দিয়েছে।

আরও পড়ুন: জেনে নিন দেশের লক ডাউন পিরিয়ডে কোন টেলিকম কোম্পানি কি বেনিফিট দিচ্ছে

আগামী 31 মার্চ একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে শাওমির Mi 10 ফোনটি লঞ্চ করার কথা ছিল। কিন্তু করোনার ক্রমবর্ধমান মহামারির অবস্থা দেখে কোম্পানি এই লঞ্চিং পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি অফিসিয়ালি তথ্য দেওয়ার সময় জানিয়েছে পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী দিনে ফোনটির লঞ্চ সম্পর্কে ঘোষণা করা হবে। আপাতত COVID-19 এর কারণে Mi 10 এর লঞ্চ অনির্দিষ্টকালের জন্য পেছানো হল।

Xiaomi Mi 10 

শাওমি তাদের Mi 10 ফোনটি আগেই চীনে লঞ্চ করেছে তাই খুব স্বাভাবিক ভাবেই এই ফোনটির স্পেসিফিকেশন আমাদের জানা আছে। এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল কার্ভড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দিতে সক্ষম এবং কোম্পানি এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার টেকনিক যোগ করেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 যুক্ত মিইউআই 11 এ কাজ করে। Mi 10 ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করে। সবচেয়ে বড় কথা এই চিপসেট 5জি কানেক্টিভিটি সাপোর্ট করে।

আরও পড়ুন: এখন ভারতে লঞ্চ করা হবে না Realme Narzo 10 এবং Narzo 10A, Coronavirus এর প্রভাবে স্থগিত রাখা হল সমস্ত লঞ্চ

ফোটোগ্রাফির জন্য Xiaomi Mi 10 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং এই সেট‌আপের প্রাইমারি সেন্সরটি 108 মেগাপিক্সেলের ISOCELL Bright HMX সেন্সর। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে সাওয়াব ব‍্যাক‌আপের জন্য Xiaomi Mi 10 এ 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,780 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here