জেনে নিন দেশের লক ডাউন পিরিয়ডে কোন টেলিকম কোম্পানি কি বেনিফিট দিচ্ছে

করোনা ভাইরাসের প্রভাবে গোটা বিশ্ব যেখানে জর্জরিত ভারতেও এর প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল থেকে গোটা দেশে লক ডাউন ঘোষণা করেছেন। আগামী 14 এপ্রিল পর্যন্ত মোট 21 দিন গোটা ভারত রীতিমতো বন্ধ থাকবে। লক ডাউনের ফলে দেশের প্রত‍্যেকটি কোম্পানি এবং সরকারি দপ্তর বন্ধ রাখা হচ্ছে। সরকারের পক্ষ থেকে সব বেসরকারি কোম্পানিগুলিকে তাদের কর্মচারীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ দেওয়ার অনুরোধ করা হয়েছে। ওয়ার্ক ফ্রম হোমের জন্য দেশে হাই কোয়ালিটি কানেক্টিভিটি এবং ফাস্ট সার্ভিস প্রয়োজন। এই সমস‍্যার কথা মাথায় রেখে দেশের বিভিন্ন টেলিকম কোম্পানি ও ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলি কিছু নতুন প্ল‍্যান পেশ করেছে। আজ আমরা Reliance Jio, Airtel এবং Vodafone Idea এর সেইসব প্ল‍্যান সম্পর্কে আলোচনা করব যেগুলি কোম্পানি তাদের গ্ৰাহকদের জন্য বিশেষভাবে দেশের বর্তমান লক ডাউন পরিস্থিতিতে লঞ্চ করেছে।

আরও পড়ুন: Coronavirus এর প্রকোপে ক্ষতিগ্রস্ত স্মার্টফোন ইন্ডাস্ট্রি, সমস‍্যার মুখে Samsung, Vivo, Xiaomi সহ অন‍্যান‍্য কোম্পানি

Reliance Jio, Airtel এবং Vodafone Idea এর মতো দেশের বিখ্যাত টেলিকম কোম্পানিগুলি তাদের গ্ৰাহকদের ওয়ার্ক ফ্রম হোমের সময় ইন্টারনেট স্পীডের হ্রাস না হ‌ওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে। কোম্পানিগুলি একদিকে যেমন কিছু নতুন প্ল‍্যান পেশ করেছে তেমনই আবার কিছু পুরোনো প্ল‍্যান রিভাইস করেছে। চলুন জেনে নেওয়া যাক এই প্ল‍্যানগুলির ডিটেইলস সম্পর্কে।

Reliance Jio

রিলায়েন্স জিও ‘Work From Home Pack’ নামে একটি নতুন প্ল‍্যান পেশ করেছে। কোম্পানি এই প্ল‍্যানটি মূলত বর্তমান লক ডাউন পরিস্থিতিতে তাদের গ্ৰাহকরা বাড়ি বসে স্বচ্ছন্দে কাজ করতে পারে সেই উদ্দেশ্যে পেশ করেছে। এই প্রিপেইড প্ল‍্যানটির দাম 251 টাকা। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 51 দিন। এই 251 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানটি রিচার্জ করলে ইউজাররা প্রতিদিন 2 জিবি করে 4জি ইন্টারনেট ডেটা পাবেন। সবচেয়ে বড় কথা দৈনিক 2 জিবি ডেটা শেষ হয়ে গেলেও 64 কেবিপিএস স্পীডে ইন্টারনেট ব‍্যবহার করা যাবে।

আরও পড়ুন: চলে এল Samsung Galaxy M51 এর ডিটেইলস, কম দামে পাওয়া যাবে Galaxy S10 Lite এর মতো ফিল

Airtel

এয়ারটেল মোট তিনটি প্ল‍্যান পেশ করেছে যেখানে প্রতিদিন 2 জিবি করে ইন্টারনেট পাওয়া যায়। প্ল‍্যান তিনটির দাম যথাক্রমে 298 টাকা, 349 টাকা এবং 449 টাকা। এর সবচেয়ে সস্তা অর্থাৎ 298 টাকা দামের প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। এক‌ইভাবে কোম্পানির 349 টাকা দামের প্ল‍্যানে দৈনিক 2 জিবি ইন্টারনেটের সঙ্গে সঙ্গে বিনামূল্যে ভয়েস কলের সুবিধাও পাওয়া যায়। এয়ারটেলের এই ক‍্যাটাগরির সবচেয়ে বড় প্ল‍্যান অর্থাৎ 449 টাকা দামের প্ল‍্যানে দৈনিক 2 জিবি ইন্টারনেট ডেটার সঙ্গে সঙ্গে ফ্রি কলিং ও প্রতিদিন 100টি করে এস‌এম‌এস‌ও উপভোগ করা যায়।

Vodafone Idea

ভোডাফোন আইডিয়া তাদের নতুন প্রিপেইড গ্ৰাহকদের ডবল ডেটা দিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে 299 টাকা ও 449 টাকা দামের দুটি প্ল‍্যান পেশ করা হয়েছে এবং এই দুটি প্ল‍্যানেই প্রতিদিন 2 জিবি করে 4জি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। কোম্পানির 299 টাকা দামের প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। এক‌ইভাবে ভোডাফোন আইডিয়ার 449 টাকা দামের প্ল‍্যানটি 84 দিন ভ‍্যালিডিটির জন্য পেশ করা হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here